আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ● ১৪ চৈত্র ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা       ২৯ রমজান কি অফিস খোলা?       আজ ঐতিহাসিক রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস       লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর      

 width=
 

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় শিশুর ব্যবহার নৌকা প্রার্থীর

বুধবার, ২৭ এপ্রিল ২০১৬, সকাল ০৯:১৩

 ঠাকুরগাঁও প্রতিনিধি: 'নির্বাচনী বিধিমালায় শিশুর ব্যবহার নিষিদ্ধ হলেও তা মানেন নি ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর, আকঁচা, রহিমানপুর ও অনান্য ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থীর লোকজন। মঙ্গলবার বিকেলে রায়পুর ইউনিয়নের ভাউলার হাট নামক স্থানে পাওয়ার ট্রলিতে করে এক ঝাঁক শিশুকে দিয়ে নৌকা প্রতীকের প্রচারণা চালানো হয়েছে। সরেজমিনে কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, স্কুলগামী কোমলমতি শিশুদের দিয়ে চেয়ারম্যান প্রার্থীরা ও ইউপি সদস্যরা মিছিল ও পাওয়ার ট্রলিতে করে প্রচারণা চালাচ্ছেন। সুজন ইসলাম (৮) জানান, আমরা দুপুরে স্কুল থেকে আসার পর ট্রলিতে করে এলাকায় নৌকা মার্কায় প্রচারণা করি। পরে আমাদেরকে বিস্কুট দেওয়া হয়। সে কারনে কোথাও মিটিং হলে পাড়ার সবাই আমরা চলে যাই। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান বলেন, নির্বাচনী বিধি মালায় কোন শিশুকে প্রচারণা ব্যবহার করা সম্পূর্ন মানা আছে। যারা এই আচরণ বিধি লঙ্ঘন করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা উচিত। রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা মার্কার প্রার্থী নুরুল ইসলাম জানান, নৌকা মার্কায় প্রচারণায় কোন শিশুকে ব্যবহার করা হচ্ছে না। যদিও কোথাও হয়ে থাকে তা নিষেদ করা হবে। রায়পুর ও চিলারং ইউনিয়ন নির্বাচনী রিটানিং অফিসার গোলজার হোসেন জানান, শিশুদের দিয়ে প্রচারণা দন্ডনীয় অপরাধ। যদি কোথাও শিশুদের ব্যবহার করা হয় ওই প্রার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস জানান, মাঠ পর্যায়ে আমাদের নির্বাচনী ম্যাজিষ্ট্রেট রয়েছে। যদি কোন প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের সত্যতা পাওয়া যায় তাহলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন


 

Link copied