আর্কাইভ  মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪ ● ৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল        ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ডোমার ও ডিমলায় মনোনয়ন জমা দিলেন ৩৫ জন       নীলফামারীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গণধর্ষন -গ্রেপ্তার ৬      

 width=
 

ঠাকুরগাঁয়ে বাসর ঘরে বরের মৃত্যু - জীবিত করতে চলছে ঝাঁড়ফুক

শুক্রবার, ১৫ জুলাই ২০১৬, রাত ০৯:৫৪

বিশেষ প্রতিনিধি ৭ জুলাই॥ ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলার হাট এলাকায় বাসর ঘরে প্রদীপ কুমার বর্মন (২০) নামে এক বরের মৃত্যু হয়েছে। বিশহরী দেবীকে সন্তুষ্ট করা গেলে বর প্রাণ ফিরে পাবে এই বিশ্বাসে চলছে ঝাঁড়ফুক। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ায় বরের বাড়িতে হাজার মানুষের ভিড় জমে উঠেছে। পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (১৩ জুলাই) রাতে সদর উপজেলার আরাজি দণি বঠিনা গ্রামের বিনয় চন্দ্র রায়ের ছেলে প্রদীপ চন্দ্র রায় (২০) পাশের ছুট খড়িবাড়ি গ্রামের সন্তোষ চন্দ্র বর্মনের মেয়ে প্রতীমা রানীকে (১৮) বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। বৃহ¯পতিবার (১৪ জুলাই) সারাদিন বৌভাত শেষে ভোর রাত ৪টার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর ও কনে বাসর ঘরে যায়। আজ শুক্রবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত বর ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন তাকে ডাকাডাকি শুরু করেন। এক পর্যায়ে তার সাড়াশব্দ না পেয়ে বেলা সাড়ে ১১টায় বরকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর লাশ নিয়ে বাড়ি ফিরলে পরিবারের লোকজন প্রদীপের মৃত্যুকে, না মেনে সেটা বিশহরী দেবীর কাজ ভেবে তাকে পুনরায় বাঁচিয়ে তুলতে পুজা অর্চনা ও ঝাঁড়ফুক শুরু করে। শুধু তাই নয়, পরিবারের লোকজন লাশের হাতে পায়ে তেল মালিশ চালাতে থাকে। যা এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাতে লাশ নিয়ে টানা হেঁচড়া চলছিল। কনে প্রতীমা রাণী স্বামীর প্রাণ ফিরে পেতে লাশের পাশে বসে মা কালির কাছে স্বামীর প্রাণ ফিরে পাওয়ার আকুতি জানিয়ে চলেছে। কিন্তু ঝাড়ফুঁকেও ফেরেনি মৃতের প্রাণ। এ খবর ছড়িয়ে পড়ায় আশে পাশের হাজার হাজার মানুষের সমাগম হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

মন্তব্য করুন


 

Link copied