আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

ভবিষ্যতে মানুষ কেমন হবে?

শনিবার, ১৫ জুন ২০১৩, রাত ১০:৪১

ভবিষ্যৎ সম্পর্কে কে বলতে পারে? তবে ভবিষ্যৎ নিয়ে ধারণা, গবেষণার অন্ত নেই। আজ থেকে লাখ খানেক বছর পরে হয়তো মানুষের আদলই পাল্টে যাবে। তখন মানুষ দেখতে কেমন হবে? গবেষকেরা ধারণা করছেন, ভবিষ্যতে মানুষ দেখতে হবে পোকেমন গেমের চরিত্রগুলোর মতো। বড় আকারের মাথা, বড় বড় চোখ আর রাতের আঁধারে দেখার সক্ষমতা অর্জন করবে মানুষ। এক খবরে জানিয়েছে এনডিটিভি। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের দুজন গবেষক দাবি করেছেন, ভবিষ্যতে মোটা মাথার মানুষ দেখা যাবে, যাঁদের চোখে গুগলের প্রযুক্তি চশমার মতো কন্টাক্ট লেন্স থাকবে। বিশাল আকারের সেই চোখ বিড়ালের মতো রাতের আঁধারেও জ্বলজ্বল করবে। নিউ ইয়র্ক ডেইলি নিউজকে দেওয়া সাক্ষাত্কারে গবেষক নিকোলাই ল্যাম জানিয়েছেন, মানুষের বুদ্ধিমত্তার ওপর ভিত্তি করে তাঁরা এ ধারণা করেছেন। গবেষক ল্যাম ও অ্যারন কাউন ভবিষ্যদ্বাণী করে বলেন, ভবিষ্যতে জাইগোটিক জেনোম প্রকৌশল উদ্ভাবন করবে মানুষ। যার ফলে ভবিষ্যতের মানুষ নিজের বিবর্তন নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। মানুষের প্রয়োজনে দেহের কাঠামোতে ও বিবর্তনে পরিবর্তন আনবে তারা। আমরা বর্তমানে যেভাবে ইলেকট্রন নিয়ন্ত্রণ করতে পারি ভবিষ্যতে সে উপায়ে নিজের বিবর্তনের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনবে মানুষ। গবেষকেদের ধারণা, জিন নিয়ন্ত্রণে সফল ভবিষ্যতের মানুষেরা তাঁদের মুখে অতিরিক্ত বৈশিষ্ট্য যুক্ত করবে। যে বৈশিষ্ট্যগুলো মানুষকে সুন্দর করে তোলে বলে তাঁদের মনে হবে সে বৈশিষ্টগুলো তাঁরা তাঁদের চেহারায় যুক্ত করবে। শরীরের গঠনের দিক থেকেও আসবে পরিবর্তন। গবেষক কাউনের ধারণা বিশাল জ্ঞান মস্তিষ্কে ধারণ করার জন্য মানুষ বড় আকারের মস্তিষ্কের প্রয়োজন বোধ করবে। তাই মস্তিষ্কের আদলে পরিবর্তন এনে মাথার আকার বড় করে নেবে তারা। ভবিষ্যতে মহাকাশের অন্যান্য গ্রহেও বসবাস করবে মানুষ এবং সেখানকার পরিবেশে মানিয়ে নিতে চোখের আকার বাড়িয়ে নেবে তারা। অতি বেগুনি রশ্মি ও তেজস্ক্রিয়তার সঙ্গে মানিতে নিয়ে শরীরের ত্বকেও পরিবর্তন আনবে। এখনকার সময়ে পেঁচা যেভাবে পাশ থেকে চোখের পাতা ফেলে ভবিষ্যতে মহাজাগতিক রশ্মি থেকে রক্ষা পেতে চোখের পাতা পাশ থেকে খোলা ও বন্ধ করার ব্যবস্থাও করে নেবে মানুষ। গবেষক ল্যাম জানিয়েছেন, বৈজ্ঞানিক ভিত্তির চেয়ে অস্তিত্ববাদের দৃষ্টিকোণ থেকে তাঁদের গবেষণা করা হয়েছে। অবশ্য শুধু বিনোদনের উদ্দেশ্য নিয়েই এ গবেষণা করা হয়েছে বলেই জানিয়েছেন তাঁরা।

মন্তব্য করুন


 

Link copied