আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

শিক্ষককে জুতা পেটা; বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির দু‘জনকে প্রত্যাহার

বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০১৬, বিকাল ০৬:৩২

বৃহস্পতিবার(২৫আগষ্ট) দুপুরে কালীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শাহীনূর আলম প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেন। এর আগে গত বুধবার(আগষ্ট) বিদ্যালয়টি পরিদর্শন করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের দুই সদস্যের তদন্ত কমিটি। দিনাজপুর শিক্ষা বোর্ড গঠিত তদন্ত কমিটির দুই সদস্য হলেন বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ন ভট্টাচার্য এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রফিকুল ইসলাম। ওইদিন তদন্ত শেষে আগামী তিন দিনের মধ্যে বোর্ডের চেয়ারম্যানের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা সাংবাদিকদের জানায় কমিটির সদস্যরা। তবে একদিন পর বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটি থেকে দু‘জনকে প্রত্যাহার করা হয়েছে। কালীগঞ্জ ইউএনও শাহীনূর আলম জানান, ওই স্কুলের সভাপতি আতাউজ্জামান রঞ্জু ও অভিভাবক সদস্য আব্দুল মতিনকে প্রত্যাহার করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড। ওই প্রত্যাহার সংক্রান্ত একটি বার্তা বৃহস্পতিবার দুপুরে তিনি পেয়েছেন বলেও জানান। এর আগে মঙ্গলবার(২৩আগষ্ট) রাতে এনিয়ে কালীগঞ্জ থানায় আতাউজ্জামান রঞ্জু ও আব্দুল মতিনের নামে একটি মামলা দায়ের করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ বলেন, আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে। প্রসঙ্গ, গোপালরায় পঞ্চপথী উচ্চ বিদ্যালয়ের তহবিলে থাকা দেড় লাখ টাকা বেশ কয়েকদিন ধরে ধার হিসেবে চাচ্ছিলেন কমিটির সভাপতি আতাউজ্জামান রঞ্জু। কিন্তু প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এভাবে টাকা দিতে অপারগতা জানিয়ে ম্যানেজিং কমিটির সভায় বিষয়টি সমাধানের পরামর্শ ০১৭১ ফলে গত রোববার (২১অাগষ্ট) অনুষ্ঠিত কমিটির সভায় চাহিদামত দেড় লাখ টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা ধার দেওয়ার সিদ্ধন্ত হলে উত্তেজিত হয়ে ওঠেন কমিটির সভাপতি। পরে সেখানেই রেজুলেশন বইয়ের কয়েকটি পাতা ছিঁড়ে ফেলে নিজের পায়ের জুতা খুলে সবার সামনেই প্রধান শিক্ষককে পেটান সভাপতি।

মন্তব্য করুন


 

Link copied