আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

সীমান্তে পাচারকারীসহ ১৫ বাংলাদেশি আটক

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬, বিকাল ০৬:২৯

বৃহস্পতিবার বিকেলে বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক শাহজাহান সিরাজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে সাহেবনগর সীমান্ত ফাঁড়ির টহল দল হাবিলদার স্বাধীন চন্দ্রসহ কয়েকজন সদস্য গোদাগাড়ীর চরহনুমন্তনগর এলাকার সীমান্ত পিলার ৪৫/১-এস এর পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালায়।

এ সময় টহল দলের সদস্যরা পাচারকারী গোদাগাড়ীর কানাপাড়া গ্রামের মৃত বিশু শেখের ছেলে টিটু শেখকে (৩০) আটক করে। এক পর্যায়ে টিটু শেখের নিয়ন্ত্রণে থাকা ১৪ বাংলাদেশিকে উদ্ধার করা হয়।

পাচারের শিকার বাংলাদেশিরা হলেন, ভোলা সদর উপজেলার শ্যামপুর গ্রামের ইসমাইল (৩২), ঢাকার সাভার উপজেলার রাসেল (২১), পাবনার আটঘরিয়া উপজেলার দক্ষিণ নাকদহ গ্রামের বাবুল (৩০), জয়পুরহাট সদর উপজেলার খুলুপাড়া গ্রামের রুবেল ম-ল (২৬), কুমিল্লা সদরের আরশাফুল ইসলাম (২৫), সুনামগঞ্জ সদরের গোছিয়া গ্রামের আলিনুর (২৭), আল আমিন (২২), জাহান উদ্দিন (৩০), মোকিব উল্ল্যাহ তালুকদার (৩৩), আকবর আলী (৩০) এবং যশোর সদরের বারোন্দিপাড়ার নুর নাহার বেগাম (৩৮), হাসিনা বেগম (৩৫), রোকেয়া বেগম (২৯), আমেনা বেগম (২৬) ও তাসলিয়া বেগম (২৩)। বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক শাহজাহান সিরাজ জানান, আটককৃত পাচারকারীসহ সকলকে গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মন্তব্য করুন


 

Link copied