আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার       পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ       

 width=
 

বাউল গানে জনপ্রিয় হয়ে উঠেছে “বাউল অরণ্য আব্বাস” [ভিডিও গান সহ]

রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৬, সকাল ০৯:১৭

baul-aronnoবাউল অরণ্য আব্বাস এর বাড়ী রাজশাহীর দূর্গাপূরে। চাকরীর সুবাদে তিনি দীর্ঘদিন ধরে রংপুরে অবস্থান করছেন। বাবা মোঃ আব্দুস সাত্তার এর কাছে গানের হাতে খড়ি পাওয়া গান পাগল এই ছেলেটি বিকশিত হয়েছে জনপ্রিয় শিল্পী ওস্তাদ শফি মণ্ডলের সংস্পর্শে। অরণ্য আব্বাস বাংলাদেশ বেতার, রংপুর এর তালিকাভুক্ত শিল্পী।

অরণ্যের পছন্দ ফকীর লালন সাঁইজির বাণী ও ফোক গান। স্টেজ শো নিয়ে বর্তমান ব্যস্ত সময় পার করছে বাউল অরণ্য আব্বাস। গান গেয়ে মাতিয়ে বেড়াচ্ছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। বিশেষ করে উত্তরাঞ্চলে রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা।

জানতে চাইলে বাউল অরণ্য আব্বাস বলেন, আমি অধম অতি নগণ্য মানুষ। গান গাওয়ার সাধ্য আমার নেই, সৃষ্টিকর্তার কৃপা এবং গুরুর আশীর্বাদ নিয়েই গাওয়ার চেষ্টা করি।

তিনি আরও বলেন, মহাত্মা ফকীর লালন সাঁইজির বাণীকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সাঁইজির বাণীকে নিজের মধ্যে ধারণ করে সারা জীবন গান গেয়ে যেতে চাই। শুধু ভালো গান গাওয়াই নয় একজন ভালো মানুষ হতে চাই। দর্শক স্রোতাদের ভালোবাসার কাছে আমি চির কৃতজ্ঞ। তাদের ভালোবাসার কারণেই আমি আজকের বাউল অরণ্য।

জানাগেছে, বাউল অরণ্য আব্বাস এর হাত ধরে প্রতিষ্ঠা হতে যাচ্ছে ব্যান্ড "শিকড়"। ইতিমধ্যে শিকড় ব্যান্ডের মিউজিশিয়ান ও ইন্সট্রুমেন্টস সহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে ব্যান্ড শিকড়।

মন্তব্য করুন


 

Link copied