আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার       পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ       

 width=
 

আদিতমারী সার্ভেয়ারের ঘুষ বাণিজ্যের তদন্ত শুরু

রবিবার, ৯ অক্টোবর ২০১৬, বিকাল ০৬:৪১

লালমনিরহাটের আদিতমারী উপজেলা ভুমি অফিসের ঘুষখোড় সার্ভেয়ারের ঘুষ বাণিজ্যের তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। রোববার(৯অক্টোবর) দুপুরে রেভিনিউ ডেপুটি কালেক্টর কার্যালয়ে ভুক্তভুগি কৃষক ও অভিযুক্তদের শুনানী গ্রহন করেন তদন্ত কর্মকর্তা। এর আগে ২৮ সেপ্টেম্বর ভুক্তভুগি কৃষক ও অভিযুক্তদের প্রমানসহ নিজ দফতরে হাজির হতে নোটিশ জারি করেন রেভিনিউ ডেপুটি কালেক্টর মোছা ঃ আকতারুন নেছা। জানা গেছে, জমি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে খারিজ বা নামজারি অত্যবশ্যক। আর এক কাজটি করতে ইউনিয়ন ভুমি অফিস থেকে শুরু করে দৌড়াতে হয় উপজেলা ভুমি অফিস পর্যন্ত। এসব প্রক্রিয়া সম্মন্ন করতে ভুমি মালিকদের গুনতে হচ্ছে মোটা অংকের উৎকোচ। শুধু তাই নয় নামজারির আবেদন করার ৪৫ দিনের মধ্যে তা নিস্পত্তির বিধান থাকলেও বিভিন্ন অজুহাতে মাসের পর মাস ভুমি অফিসে ঘুরতে হয় ভুক্তভুগিদের। এমন হয়রানীর শিকার উপজেলার ভেটেশ্বর গ্রামের কৃষক লুৎফর রহমান। যার নামজারি কেস নং ১৪১৪/১৫-১৬। তিনি ঘুষ খোড় সার্ভেয়ার আকরাম হোসেন ও নাজিরের দুনীতির প্রতিকার চেয়ে লালমনিরহাট জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের আলোকে “আদিতমারীর সার্ভেয়ার একাই রাজা” এ শিরোনামে উত্তরবাংলায় গত ১৯ আগষ্ট একটি সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর নড়েচড়ে বসে জেলা প্রশাসন। শুরু হয় দুনীতিবাজ ও ঘুষখোড় সার্ভেয়ার এবং নাজিরের বিভিন্ন অপকর্মের তদন্ত। গোপনে তদন্ত শেষে নিউজে উল্লেখিত ভুক্তভুগিদের শুনানীতে অংশ নিতে নোটিশ জারি করেন তদন্ত কর্মকর্তা রেভিনিউ ডেপুটি কালেক্টর। শুনাণীতে অংশ নিতে অভিযুক্তদেরও নোটিশ জারি করেন তদন্ত কর্মকর্তা। অবশেষে রোববার(৯অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে দুই ঘন্টা ব্যাপী উভয় পক্ষের শুনানী গ্রহন করেন তদন্ত কর্মকর্তা লালমনিরহাটের রেভিনিউ ডেপুটি কালেক্টর মোছা ঃ আকতারুন নেছা। তদন্ত কর্মকর্তা লালমনিরহাটের রেভিনিউ ডেপুটি কালেক্টর মোছা ঃ আকতারুন নেছা জানান, তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস'া নেয়া হবে।

মন্তব্য করুন


 

Link copied