আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: রংপুর বিভাগ থেকে ২০ বছরে ২ লাখ ২৭ হাজার কর্মী বিদেশ গেছেন       দিনাজপুরে ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার        জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবাকে কবর দিতে ছেলের বাঁধা ॥ পুলিশের হস্তক্ষেপে দাফন       নীলফামারীতে স্বামীর প্রথম বিয়ের খবরে নববধূ দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা ॥ স্বামী গ্রেপ্তার       রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯      

 width=
 

সৈয়দপুরে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

বুধবার, ১৯ অক্টোবর ২০১৬, বিকাল ০৬:১২

 তোফাজ্জল হোসেন লুতু সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ১৯ অক্টোবরনীলফামারীর  সৈয়দপুরে কিসমত উল্যাহ্ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের মাঝাপাড়া ওই ক্যাম্পের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের কার্যালয় চত্বরে ওই ফ্রি মেডিক্যাল ক্যাম্প উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কিসমত উল্যাহ্ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শিশু বিশেষজ্ঞ ডা. মো. সাজ্জাদ হোসেন।আলোচনা অনুষ্ঠানের শুরুতেই কিসমত উল্যাহ্ কল্যাণ ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কার্যক্রম তুলে ধরেন এর প্রতিষ্ঠাতা মো. আমজাদ হোসেন মাস্টার। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ-সভাপতি ও সৈয়দপুর রেলওয়ে হাসপাতালের সহকারী সার্জন ডা. মো. আনিছুল হক, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু প্রমূখ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি,সুধীজন,সাংবাদিক , এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ক্যাম্পে আগত বিপুল সংখ্যক রোগীর অভিভাবকরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসা সেবা দেন সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতালের সাবেক সুপারিনটেনডেন্ট শিশু বিশেষজ্ঞ ডা. মো. সাজ্জাদ হোসেন ও ডা. মো. আনিছুল হক। সকাল ৯ টা  থেকে বিকেল ৫টা পর্যন্ত মেডিক্যাল ক্যাম্পের ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।   s-pic-2-19প্রসঙ্গত, মরহুম কিসমত উল্যাহ্ ছিলেন সৈয়দপুর উপজেলার ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের বাসিন্দা। ছিলেন তিনি একজন বিশিষ্ট সমাজসেবী। তাঁর জীবদ্দশায় তিনি এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন গড়ে তুলেন। তিনি নিজস্ব প্রচেষ্টায় এলাকার উন্নয়নে অনেক রাস্তাঘাট,, নলকূপ স্থাপনসহ বিভিন্ন  অবকাঠামো তৈরি করেন। তিনি বিগত ১৯১৪ সালে জন্মগ্রহন এবং ১৯৮৮ সালে মৃত্যুবরণ করেন। তাঁর নানাবিধ উন্নয়ন ও সামাজিক কর্মকান্ড এলাকায় এখনও দৃশ্যমান। মরহুম কিসমত উল্যাহ’র স্মৃতিকে ধরে রাখতে এবং তাকে স্মরণ করতে তাঁর নামে ওই ফাউন্ডেশন গড়ে তোলা  হয়েছে। মরহুমের ছেলে মো. আমজাদ হোসেন মাস্টার গত ২০১১ “ কিসমত উল্যাহ্ ফাউন্ডেশন” প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রতিষ্ঠাতা আমজাদ হোসেনের নেতৃত্বে মরহুম কিসমত উল্যাহ্’র সুযোগ্য নাতি ডা. মো. সাজ্জাদ হোসেন, ডা. মো. আনিছুল হক, কৃষিবিদ মো. আখতার হোসেন,নাতনি ডা. রোমেনা আফরোজ রোজীসহ অন্যান্য সার্বিক সহযোগিতায় ফাউন্ডেশনের সকল কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর, সুচারুভাবে পরিচালিত হচ্ছে। এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, শিশু পুষ্টি, মাতৃমঙ্গল ও কৃষির উন্নয়নে কাজ লক্ষ্যে ওই ফাউন্ডেশন গড়ে তোলা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন


 

Link copied