আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: লালমনিরহাটে মোবাইল ফোনে কথা বলছিল, হঠাৎ পিছন থেকে ট্রেনের ধাক্কায় কাটা পড়লেন যুবক       ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার       ছুটি বাড়ল সব শিক্ষাপ্রতিষ্ঠানে       ডিমলা উপজেলা নির্বাচন॥ এমপির ভাই, ভাতিজা ও ভাতিজি বউ প্রার্থী-তৃণমূলে ক্ষোভ       কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা      

 width=
 

রাবি শিক্ষার্থী লিপু হত্যার বিচার দাবিতে প্রদীপ প্রজ্জ্বালন

মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০১৬, সকাল ০৯:০৮

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যায়ের শহীদ মিনার মুক্ত মঞ্চে এ কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীরা এসময় লিপু স্মরণে হাতে প্রদীপ নিয়ে এক মিনিট নীরবতা পালন করে। পরে প্রদীপ নিয়ে শহীদ মিনার চত্বর প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘আমরা নিরাপদ ক্যাম্পাস চাই, এখানে আমরা পড়াশোনা করতে এসেছি, লাশ হয়ে লিপুর মতো ড্রেনে পড়ে থাকতে আসিনি। অতিদ্রুত দোষীদের সনাক্ত করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য তীব্র আওয়াজ তোলেন বক্তরা। বক্তারা বলেন, বার বার বিচার চাইতে চাইতে পরিবারের সকল সদস্য মারা যায়, কিন্তু তারপরেও তারা বিচার দেখতে পায় না। এভাবে চলতে থাকলে আমাদের দেশে হত্যা বৈধতা পেয়ে যাবে।’

সকল শ্রেণি-পেশার মানুষকে এসব হত্যার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ‘আমরা হাত-পা গুটিয়ে বসে থাকলে লাশের লাইন আরও দীর্ঘ হবে। তাই আমাদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে, যাতে হত্যাকারীরা সহস না পায় আর কোনও মায়ের বুক খালি করতে। যেভাবে ঝাপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে।’

প্রসঙ্গত, গত ২০ অক্টোবর নবাব আব্দুল লতিফ হলের ডাইনিং-এর ড্রেন থেকে লিপুর লাশ উদ্ধার করা হয়। আলামত দেখে প্রাথমিকভাবে পুলিশ হত্যাকা- বলে ধারণা করে। ওইদিন লিপুর চাচা মো. বশির বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় লিপুর রুমমেট মনিরুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে রাখা হয়েছে।

মন্তব্য করুন


 

Link copied