আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা      

 width=
 

রাজশাহীর ৪০ চোরাকারবারীর আত্মসমর্পণ

সোমবার, ২৮ নভেম্বর ২০১৬, রাত ০৮:২৬

চর মাঝাড়দিয়াড় কমিউনিটি পুলিশিং কমিটি আয়োজিত ওই অনুষ্ঠানে আত্মসমর্পণকারীরা পুলিশের অঙ্গিকারনামায় স্বাক্ষরও করেন। এতে স্থানীয় জনপ্রতিনিধিরাও সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন। আত্মসমর্পণকারীরা কথা দেন, আর কখনই অন্ধকারের পথে পা বাড়াবেন না তারা। পুলিশের পক্ষ থেকেও তাদের সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেয়া হয়। পরোয়ানা না থাকায় আত্মসমর্পণের সময় কাউকে গ্রেফতারও করা হয়নি।

রাজশাহী শহরের ওপারেই ভারতীয় সীমান্ত লাগোয়া এলাকা চর মাঝাড়দিয়াড়। পবা উপজেলার হরিপুর ইউনিয়নের দুর্গম একটি গ্রাম এটি। কৃষি কাজ ছাড়া এই চরের মানুষের আয়ের তেমন উৎস নেই। ফলে সীমান্তে অনেকেই জড়িয়ে পড়েন নানা অবৈধ কারবারে। আবার অনেক সাধারণ মানুষও আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানির শিকার হন। এ অবস্থায় চরের ৪০ চোরাকারবারী পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি আরএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘যারা মাদকের কুফল সম্পর্কে অনুধাবন করতে পেরে আত্মসমর্পণ করলেন, আমি তাদের ধন্যবাদ জানাই। তারা সমাজে মাথা উঁচু করে দাঁড়ান, এই কামনা করি। চোরাকারবার কোনো ভালো কাজ নয়। আশা করি, আর যারা চোরাচালানে জড়িত আছেন, তারাও অবৈধ কারবার ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।’ তিনি বলেন, ‘আজ যারা মাদক ব্যবসা ছাড়লেন, তাদের আয়ের উৎস হারিয়ে গেল। এখন তারা যদি চান, পুলিশের পক্ষ থেকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কেউ যদি রিক্সা-ভ্যান চালাতে চান, পুলিশের পক্ষ থেকে কিনে দেয়া হবে। ছোট-খাটো চাকরি চাইলে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানকে সুপারিশ করে তার ব্যবস্থা করা হবে। তবে কারও নামে মামলা থাকলে সেগুলো স্বাভাবিক গতিতে চলবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরএমপির উপ-কমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী, উপ-কমিশনার (পশ্চিম) একেএম নাহিদুল ইসলাম, আরএমপির মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম, পবা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল হক তোতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান) বজলে রেজবি আল হাসান মুঞ্জিল।

আত্মসমর্পণ অনুষ্ঠানে চর মাঝাড়দিয়াড় পশ্চিমপাড়া এলাকার আবদুল মজিদের ছেলে মাসুম আলী (৩৫) বলেন, ‘আমি ভুল করে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছিলাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি। চোরাচালান করলে সমাজে মাথা উঁচু করে দাঁড়ানো যায় না। তাই পুলিশের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ করলাম। অন্য কেউ যেন চোরাচালানে না জড়ান, সে জন্য সবাইকে অনুরোধ করছি। অন্ধকারের জীবন ভালো জীবন নয়।’

মন্তব্য করুন


 

Link copied