আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: ডিমলা উপজেলা নির্বাচন॥ এমপির ভাই, ভাতিজা ও ভাতিজি বউ প্রার্থী-তৃণমূলে ক্ষোভ       কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল      

 width=
 

আইভীকে সমর্থন দিলো এরশাদের জাতীয় পার্টি

সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬, দুপুর ০৩:৫৩

ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি (এরশাদ)। সোমবার দুপুর ১টার দিকে শহরের ২ নং রেল গেটস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এ কথা জানানো হয়। নারায়ষগঞ্জে জাতীয় পার্টির কোনও দলীয় কার্যালয় না থাকায় জাপা সংবাদ সম্মেলন আওয়ামী লীগে কার্যালয়ে করা হয়েছে। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এস এম ফয়সাল চিশতি জানান, ‘নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে (২০১৪ সালের ২৬ জুন অনুষ্ঠিত) আওয়ামী লীগ আমাদের সম্মান দেখিয়ে কোনও প্রার্থী দেয়নি। সে হিসেবে আমরাও সিটি করপোরেশন নির্বাচনের জাতীয় পার্টি থেকে কোনও প্রার্থী দেইনি। জাতীয় পার্টি এখানে আওয়ামী লীগ প্রার্থী আইভীকে সমর্থন দিয়েছে। জাতীয় পার্টি ইতোমধ্যে এ নিয়ে কাজ করেছে। নেতাকর্মীদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে আইভীর পক্ষে কাজ করতে। আইনের বাধ্যবাধকতার কারণে এমপি সেলিম ওসমান প্রকাশ্যে কিছু করতে পারছে না।’ তিনি আরও বলেন, ‘আমরা সবাইকে অনুরোধ করবো আইভীকে জয়ী করতে। তিনি একজন কর্মঠ, দক্ষ ও জনপ্রিয় নেত্রী। এ নির্বাচনে সরকারের কোনও পরিবর্তন ঘটবে না। তবে এলাকাতে শান্তি ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আইভীকে জয়ী করাতে হবে। তাছাড়া আমার সঙ্গে আইভীর কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন ৪দিন আগে সেলিম ওসমানের মোবাইলে কথা বলে দোয়া চেয়েছেন।’ সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জাতীয় পার্টির কোনও নেতাকে দেখা যায়নি। এ প্রসঙ্গে ফয়সাল চিশতি বলেন, ‘আমাদের নেতারা প্রচারের কাজে আছেন। তাই আসতে পারেনি।’ সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুর সবুর আসুদ, হাজী সাইফউদ্দিন আহমেদ মিলন, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নুরু, আলমগীর শিকদার লোটন, যুগ্ম মহাসচিব সফিকুল ইসলাম সফিক, সাংগঠনিক সম্পাদক এস এম জসিমউদ্দিন প্রমুখ। পরে নেতারা শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

মন্তব্য করুন


 

Link copied