আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ● ১৪ চৈত্র ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা       ২৯ রমজান কি অফিস খোলা?       আজ ঐতিহাসিক রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস       লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর      

 width=
 

বর্নাঢ্য আয়োজনে রংপুরে বৈশাখী টিভির ১ যুগ পদার্পন পালন

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬, বিকাল ০৬:১১

দর্শক শ্রোতা,গুণীজন, মুক্তিযুদ্ধে প্রথম শহীদের মা, সিটি মেয়র, আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, লেখক-সাহিত্যিক, শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নারী উদ্যোক্তা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, তরুণ প্রজন্ম, সর্বস্তরের মানুষের মিলনে পুর্ণতা পায় ১ যুগে পদার্পন।

মঙ্গলবার সকাল ১১ টায় প্রেসক্লাব প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী নগর প্রদক্ষিন শেষে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ অডিটরিয়ামে শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা,জন্মদিনের কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।

র‌্যালীর উদ্বোধন করেন, দেশের স্বাধীনতার প্রথম শহীদ কিশোর শংকু সমাজদারের মা দীপালি সমাজদার । জন্মদিনের কেক কাটার আগে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টু, প্রথম শহীদের মা দীপলি সমাজদার, শিক্ষাবিদ সাহিত্যিক অধ্যাপক আলীম উদ্দীন, সাবেক পৌর চেয়ারম্যান সংস্কৃতিক ব্যাক্তিত্ব কাজী মোঃ জুননুন এবং রাজনীতিক ও সমাজ সেবক সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফাকে সংবর্ধনা প্রদান করা হয়।

এর পর ডেসটিনির সোস্যাল মিডিয়া ফোরাম, এশিয়া ট্যুর এন্ড ট্রাভেলস, রংপুর নাট্য কেন্দ্র, রংপুর জেলা ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রংপুর প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। শুভেচ্ছা বিনিময়, বৈশাখী টেলিভিশনের পেশাদ্বারিত্ব,সমস্যা ও সম্ভাবনা নিয়ে অভিমত তুলে ধরেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বৈশাখীর লোগো ও ১ যুগে বৈশাখী’র গেঞ্জী প্রধান অতিথি সহ অতিথিদের উপহার দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা (প্রতিমন্ত্রী) সরফুদ্দিন আহমেদ ঝন্টু। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, স্বাধীনতার প্রথম শহীদের মা দীপালি সমাজদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ঠ শিক্ষাবিদ সাহিত্যিক অধ্যাপক আলীম উদ্দীন, সাবেক পৌর চেয়ারম্যান ও সংস্কৃতিক ব্যাক্তিত্ব কাজী মোঃ জুন্নুন, বীর মুক্তিযোদ্ধা মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ও প্রেসক্লাব সভাপতি সদরুল আলম দুলু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর চেম্বারের সভাপতি ও জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আবুল কাশেম, বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক মোঃ শাহ আলম, উত্তর বাংলা ডটকমের উপদেষ্টা সম্পাদক ও সাহিত্যিক আনোয়ার ইসলাম রাজু, জাপা নেতা সৈয়দ নুর আহমেদ টুলু, বেরোবির শিক্ষক ওমর ফারুক, রোকেয়া পদক প্রাপ্ত সাহিত্যিক ড. নাসিমা আক্তার, বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, লেখক রেজাউল করিম মুকুল, সাংস্কৃতিক কর্মী আতোয়ার জামান লাঞ্চু ও জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রনি।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, এনটিভির বিভাগীয় প্রতিনিধি একেএম মঈনুল হক, মাছরাঙ্গা টিভির ব্যুরো প্রধান রফিক সরকার, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বিভাগীয়-জেলা কমিউনিটি পুলিশ সদস্য সচিব সুশান্ত ভৌমিক, ঢাকা বাংলা টেলিভিশন চ্যানেলের ব্যুরো প্রধান রতন সরকার, চ্যানেল টুয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার নাজমুল হাসান নিশাত, দৈনিক দাবানলের বার্তা সম্পাদক ও নয়াদিগন্ত পত্রিকার রংপুর অফিস প্রধান সরকার মাজহার মান্নান, বাংলা নিউজ ও ইন্ডিপেনডেন্ট টেলিভিমনের প্রতিনিধি নজরুল ইসলাম রাজু, এশিয়া ট্যুরস এন্ড ট্রাভেলস এর এমডি শাহাজান কবির লিটন,নাট্য নির্দেশক ও টিভি উপস্থাপক শরীফ সুমন, শুকুরের হাট কলেজের প্রভাষক আব্দুস সামাদ, আরডিআরএসের ব্যবস্থাপক তাহমিনা বেগম, যুগের আলোর স্টাফ ফটোগ্রাফার আসাদুজ্জামান আফজাল, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনিতিক আলমগীর চৌধুরী, গনজাগরন মঞ্চের সমন্বয়ক রকিবুল হাসান রকেট, সুজন মহানগর নেতা গোলাম মোস্তফা, সফল উদ্যোক্তা পারুল, তরুণ প্রজন্মের আফিফা ইসরাত চেতনা, বৈশাখী নিউজ ডট নেটের রজব আলী সুমন, মোহনা টিভির ক্যামেরাপার্সন সাদ্দাম হোসেন ডেমি, বৈশাখী টিভির ক্যামেরাম্যান একেএম সুমন, আরিফ ইত্তেফার আহমেদ,দেশ টিভির ক্যামেরাপার্সন ডালিম সহ বিশিষ্ট জনেরা বৈশাখীর ১ যুগে পথচলার সাফল্য কামনা করেন। শেষে রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে পরিবেশিত হয় মুক্তিযুদ্ধ ও দেশের গান। এতে অংশ নেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠ যোদ্ধা খাদেমুল ইসলাম বসুনিয়া, নীল রতন সরকার, পুষ্পজিত রায় সহ শিশু শিল্পিরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন, বিশিষ্ট শিক্ষক ও রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক সুনীল সরকার।

মন্তব্য করুন


 

Link copied