Today: 18 Jan 2017 - 06:03:06 pm

বলিউডে নিরবের একঝলক (ভিডিও)

Published on Friday, January 6, 2017 at 6:08 pm

ডেস্ক : ক্লোজ শর্ট- কালো রঙের বোরকা পরিহিত একজন। মাথা নাড়ছেন আর ভয়ংকর কণ্ঠে শব্দ করছেন। ব্যাকগ্রাউন্ডে শোনা যায়, কোরআন তেলাওয়াতের শব্দ।

লং শট- গোছালো একটি আবাসিক এলাকা। পরে মিড লং শটে দেখা যায় অভিনেতা নিরবকে। চেহারায় কিছুটা ভয়ের আভা। হাতে জ্বলছে সিগারেট। এমন দৃশ্য দেখা যায় বলিউডের ‘শয়তান’ সিনেমার ট্রেইলারে।

গতকাল বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশিত হয়েছে এ সিনেমার ট্রেইলার। ভৌতিক গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন কবিতা রাঁধেশ্যাম। সিনেমাটি পরিচালনা করেছেন বলিউডের নির্মাতা সমীর খান।

গত সেপ্টেম্বরে ‘শয়তান’ সিনেমার শুটিং শুরু হয়। ভারতের বেঙ্গালুরু, চেন্নাই, গোয়া, কেরালার বিভিন্ন লোকেশনে দৃশ্যায়নের কাজ সম্পন্ন হয়েছে। নিরব-কবিতা ছাড়াও এতে আরো অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী মিরা খান, আসিফ বাখরা, আমিতা, তাসমিয়া প্রমুখ।

দেখুন : ‘শয়তান’ সিনেমার ট্রেইলার

add second

মতামত