Today: 29 Jun 2017 - 03:04:33 pm

নীলফামারীতে টিভি সাংবাদিকদের তিন দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

Published on Sunday, January 8, 2017 at 5:13 pm

 

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৮ জানুয়ারী॥ নীলফামারীতে কর্মরত ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ‘নিউজ প্রেজেণ্টশন অন চাইল্ড মেরেজ ইস্যু ফর দ্যা ইলেক্ট্রনিক মিডিয়া’ র্শীষক তিন দিন ব্যাপী কর্মশালা  শেষ হয়েছে।

আজ রবিবার দুপুরে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণের মধ্যে দিয়ে এই কর্মশালা সমাপনী ঘোষনা করেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।

গত ৬ জানুয়ারী নীলফামারী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

জাতীয় গণমাধ্যম ইনস্ট্রিটিউটের উদ্যোগে এবং তথ্য মন্ত্রণালয়ের শিশু ও নারী উন্নয়ন যোগাযোগ কার্যক্রম প্রকল্প (চতুর্থ পার্যায়) এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালা পরিচালনা করেন, জাতীয় গণমাধ্যম ইনস্ট্রিটিউটের পরিচালক মো. নজরুল ইসলাম, সহকারী পরিচালক মাসুদ মনোয়ার ভূইয়া।

কর্মশালার সমন্বকারী মো. আবু হাসান জানান, কর্মশালায় নীলফামারী জেলায় কর্মরত ইলেক্ট্রনিক মিডিয়ার মোট ২৬জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।

মতামত