আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪ ● ৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: রংপুরের আলু যাচ্ছে এশিয়ার বিভিন্ন দেশে       গ্রাহকের ৫০ লাখ টাকা নিয়ে উধাও পোস্টমাস্টার!       চার ঘণ্টা পর উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক       ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন       রংপুরে মিস্টি ও সেমাই কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা      

 width=
 

আফগান ক্রিকেটারের ওপর বন্দুকধারীদের হামলা

মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭, রাত ০১:১৪

ডেস্ক: বন্দুকধারীদের হামলার শিকার হয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার শাপুর জাদরান। ২৯ বছর বয়সী আফগান জাতীয় দলের এই পেসার গতকাল ভাইকে সঙ্গে নিয়ে কাবুল থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। ঠিক এমন সময়ই তাদেরকে বহন করা গাড়িতে হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। এসময় ভাইকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হন জাদরান। ফলে বড় কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পেতে সক্ষম হন তারা। পাকিস্তানের দৈনিক ডন জানিয়েছে এ খবর। শাপুর জাদরানের ওপর এই ঘটনা ঘটার পরপরই আফগান নিউজ এজেন্সিগুলো ব্রেকিং নিউজ হিসেবে প্রচার করতে থাকে। হামলাকারীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে সটকে পড়তে সক্ষম হয়। এ কারণে কে কেন এই হামলার ঘটনা ঘটিয়েছে তা এখনও বোঝা যাচ্ছে না। এমনকি এখনও পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি। উল্লেখ্য, ক্রিকেটারদের উপর বন্দুকধারীদের হামলা এখন আর নতুন কোনো ঘটনা নয়। ২০০৯ সালে পাকিস্তানের লাহোলে শ্রীলঙ্কা দলের টিম বাসেই হামলা করা হয়। ক্রিকেটাররা যে জঙ্গিদের টার্গেটের বাইরে নয়, জাদরানের উপর হামলা তার আরও একটি উদাহরণ। জানা গেছে, এর আগেও এমন বন্দুক হামলার শিকার হয়েছিলেন জাদরান। বাম হাতি পেসার শাপুর জাদরান আফগানিস্তানের হয়ে ৩৯টি ওয়ানডে ও ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ৪১, টি-টোয়েন্টিতে ২৬।

মন্তব্য করুন


 

Link copied