Today: 30 Mar 2017 - 06:38:16 pm

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় চিকিৎসক  নিহত

Published on Tuesday, January 10, 2017 at 11:01 am
Print Friendly

 নওগাঁ: নওগাঁর পত্নীতলায় এক পশু চিকিৎসক মটরসাইকেল  আরোহী ও পাথর  ভর্তি ট্রাক এর মুখোমুখো সংঘর্ষে নিহত হয়েছেন।

আজ সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নজিপুর-সাপাহার  সড়কের পাবলিক মাঠ মোড় এলাকায় কুয়াশার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদ  (৫৫) নামের  বাড়ি নজিপুর বাজারে।

Print Friendly

মতামত