আর্কাইভ  মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪ ● ৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল        ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ডোমার ও ডিমলায় মনোনয়ন জমা দিলেন ৩৫ জন       নীলফামারীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গণধর্ষন -গ্রেপ্তার ৬       বেরোবি শিক্ষার্থী আফ্রিদি ফিরবে লাশ হয়ে      

 width=
 

হাতীবান্ধায় ৪ জুয়াড়ির কারাদন্ড

মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭, দুপুর ০১:৪৫

নিয়াজ আহমেদ সিপন,লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাটের হাতীবান্ধায় জুয়া খেলার অপরাধে ৪ জুয়াড়িকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার(১০ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট  হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আজিজুল রহমান এ কারাদন্ড প্রদান করেন। এর আগে ভোরে তাদেরকে পুর্ব সির্ন্দুনা গ্রামের একটি মাছের ঘেরে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার আবু জাফরের দুই ছেলে অহেদুল ইসলাম(৩৫), আসাদুল ইসলাম(৩৮), পূর্ব সির্ন্দুনা গ্রামের জহদ্দিনের ছেলে রফিকুল ইসলামকে (৪০) ১৫ দিনের এবং পূর্ব সির্ন্দুনা গ্রামের আবুল কালামের ছেলে হযরত আলীকে (৪৫) ৭ দিনের বিনাশ্রম কারাদ্বন্ড দেন ভ্রাম্যমান আদালত। হাতীবান্ধা থানার উপ পরিদর্শক(এসআই) মিন্টু চন্দ্র জানান, গোপন খবরের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে পূর্ব সির্ন্দুনা গ্রামের একটি মাছের ঘেরে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালত হযরত আলীকে ৭দিনের বাকী ৩জনের ১৫ দিনের করে বিনাশ্রম কারাদ্বন্ড প্রদান করেন। হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদেরকে লালমনিরহাট কারাগারে  প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন


 

Link copied