Today: 25 Jun 2017 - 04:32:32 am

জলঢাকায় অনাথ কন্যাদের কম্বল দিলেন ইউএনও

Published on Tuesday, January 10, 2017 at 6:10 pm

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ১০ জানুয়ারী॥ কনকনে শীতে চাঁদমনির অনাথ কন্যাদের কম্বল দিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল হক প্রধান। আজ মঙ্গলবার সকালে উপজেলার বালাগ্রাম ইউনিয়নে অবস্থিত চাদঁমনি অনাথ আশ্রমের ৫২ জন কন্যার মাঝে এই কম্বল তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, চাঁদমনির প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব পিজিরুল আলম দুলাল, সাংবাদিক মর্তুজা ইসলাম মাষ্টার প্রমুখ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল হক প্রধান বলেন ব্যাক্তি উদ্দ্যোগে গঠিত চাঁদমনির অনাথ কন্যাদের সহায়তা করে আমি নিজেকে গর্বিত মনে করছি।

মতামত