Today: 26 Jun 2017 - 04:35:15 am

গরীব মানুষের সেবা নিশ্চিত করতে হবে:রংপুরে এরশাদ

Published on Tuesday, January 10, 2017 at 6:37 pm

মহানগর প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, রংপুরের মানুষ খুবই সহজ সরল। অনেক দুর দুরান্ত থেকে গরীব মানুষ রংপুর মেডিকেলে চিকিৎসা নিতে আসে। তাদের সেবা নিশ্চিত করতে হবে। হাসপাতাল ও কলেজের সমস্যাগুলো খুব দ্রুত সমাধান করা হবে।

তিনি মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬৬টি বেডের আধুনিক সিসিইউ বিভাগ ও হাসপাতাল ক্যাম্পাসে পুলিশ বক্সের উদ্বোধন করে এসব কথা বলেন। পরে তিনি হাসপাতাল পরিচালনা কমিটির সভায় যোগদান করেন।

এসময় মহানগর জাতীয় পার্টির সভাপতি সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাধারন সম্পাদক এসএম ইয়াসির, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অনিমেষ মজুমদার, হাসপাতালের পরিচালক অজয় কুমার রায়, জাপা নেতা আজমল হোসেন লেবু প্রমুখ উপস্থিত ছিলেন।

মতামত