Today: 25 Jun 2017 - 04:35:44 am

রংপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

Published on Tuesday, January 10, 2017 at 10:37 pm

 মহানগর প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রংপুর জেলা ও মহানগর আওয়ামীলীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে র‌্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাচারী বাজারে গিয়ে শেষ হয়।

জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মাজেদ আলী বাবুল। সঞ্চালন করেন জেলা আওয়ামীলীগের দপ্তর বিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান টুটুল।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, শ্রম বিষয়ক সম্পাদক গাওহারুল ইসলাম, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট দিলশাদ মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ রশীদ, যুগ্ম দপ্তর সম্পাপদক শফিকুল ইসলাম রাহেল প্রমুখ। বর্ণাঢ্য র‌্যালীতে আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং মহানগর আওয়ামীলীগের সকল ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ এবং স্বপ্নের বাংলাদেশ গড়তে সকলকে এক যোগে কাজ করার আহবান জানান।

মতামত