আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা      

 width=
 

ডোমারে ইউএনও সহ ৫ নারী কর্মকর্তার সফলতা

সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭, বিকাল ০৫:৩২

  ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৬ জানুয়ারী॥ সরকারী চাকুরীতে  সাফল্যের প্রতিযোগিতায় পুরুষদের পাশাপাশি নারীরাও এগিয়ে যাচ্ছে। সমাজ ব্যবস্থা আর কর্মময় জীবনের সভ্যতা যত এগিয়েছে, সেই সঙ্গে ততই স্পষ্ট হয়েছে যে, নারী বা পুরুষ নয়, কোনো ব্যক্তির কর্মযোগ্যতার একমাত্র পরিচয়ে মানুষ। তাই আজ বাংলার নারীর ধূসর আকাশে সাফল্যের আলোর রোশনাই হয়ে ফুটে উঠেছে। সরকারী চাকুরীতে নিয়োজিত হয়ে নীলফামারীর ডোমার উপজেলায় নির্বাহী কর্মকর্তা সহ ৫ নারী সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করছে। এই পাঁচজন হলো ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা সুলতানা, সহকারী কমিশনার (ভুমি) ফুয়ারা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম, উপজেলা মৎস্য অফিসার শারমিন আক্তার ও  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম। উপজেলা  ৩২টি দপ্তরের মধ্যে  সরকারের অত্যান্ত গুরুত্বপূর্ন ৫টি দপ্তরের উপজেলা পর্যায়ে এই ৫ নারী তাদের যোগ্যতা প্রমান করে দায়িত্ব পালন করছেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা,বাল্য বিবাহ প্রতিরোধ, জমি জমা বিরোধে নিস্পক্তি, মাছ চাষে আগ্রহ সৃস্টি, দরিদ্র নারীদের স্বাবলম্বী হিসাবে গড়ে তোলা সহ এলাকার উন্নয়নে  এই ৫ নারী এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত ছুটে চলছেন প্রতিদিন। এ ছাড়া উপজেলা পরিষদের জরুরী সভা সহ প্রতিটি কর্মকান্ডে সভা সেমিনার করছেন তারা। একদিনে স্বামী সংসার থাকলেও তাদের সরকারী কাজে দায়িত্ব পালনে কোন বিঘ্ন ঘটাতে পারছেনা । ১০ ইউনিয়ন ঘিরে ডোমার উপজেলার সাধারন মানুষজন প্রতিটি কাজে এই নারীদের সহযোগীতার কথা তুলে ধরেন। এই ৫ নারী কর্মকর্তারা সকলেই বিসিএস ক্যাডার। খোজঁ নিয়ে জানা যায়,সাবিহা সুলতানা ২০০৮ সালের ১৩ নভেম্বর সরকারী চাকুরীতে প্রবেশ করেন সহকারী কমিশনার হিসাবে। তিনি পদৌন্নতি পেয়ে ২০১৪ সালের পহেলা জুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) হিসাবে ডোমার উপজেলায় যোগদান করেন। ঠিক একই ভাবে ফুয়ারা খাতুন ২০১২ সালের ৩ জুন  সরকারী  চাকুরীতে প্রবেশ করে পদৌন্নতি পেয়ে ২০১৬ সালের ২৪ আগষ্ট ডোমার উপজেলায় সহকারী কমিশনার (ভুমি) হিসাবে যোগদান করেন। এ ছাড়া শাহিনুর খাতুন ২০১৫ সালের ১৭ ডিসেম্বর ডোমার উপজেলায় মহিলা বিষয়ক কর্মকর্তা হিসাবে চাকুরী প্রথম জীবন শুরু করেন। শারমিন আক্তার ২০১৬ সালের ১৩ অক্টোবর মৎস্য কর্মকর্তা হিসাবে তিনিও প্রথম ডোমার উপজেলায় যোগদান করেন। শাকেরিয়া বেগম ২০১৬ সালের ৪ ডিসেম্বর এখানে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই ৫ নারী কর্মকর্তা ডোমার উপজেলার স্থানী বাসিন্দা না হলেও সরকারী চাকুরীর দায়িত্ব পালন করতে এসে তারা ডোমার উপজেলাবাসীকে নিজের মতো ভেবে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছেন। এই ৫ নারী কর্মকর্তার দায়িত্ব পালন নিয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া বলেন তারা অত্যান্ত আন্তরিক। তাদের দায়িত্বপূর্ন কাজ দেখে অবাক হতে হয়। নারী হয়েও তারা দিন রাত কাজ করছেন। ডোমার পৌরসভার মেয়র মনজুরুল ইসলাম দানু বলেন  দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী। তিনি গোটা দেশ পরিচালনা করছেন। নারী নেত্রী প্রধানমন্ত্রীর মতো আজ আমরা ডোমারবাসী উপজেলা পরিষদে ৫টি গুরুত্বপূর্ন দপ্তরে ৫ জন নারী কর্মকর্তা পেয়েছি। তারা তাদের প্রতিটি কাজে কর্মে সফলা দেখিয়ে চলেছেন।   উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল বলেন নারী আজ দেশ পরিচালনায় এগিয়ে যাচ্ছে। ডোমারের মতো উপজেলায় ৫ নারী কর্মকর্তা যেভাবে তাদের গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করে চলেছেন তা আমাদের অভিভুত করছে।  তারা এগিয়েছে প্রতি মাসে, প্রতি সপ্তাহে, প্রতিদিনে, প্রতি ঘণ্টায়। আর বিন্দু বিন্দু করেই সাফল্যের বিজয়ের সিন্ধুতে ডোমারবাসীর মন জয় করেছে এই ৫ নারী কর্মকর্তা। সাংবাদিক তাহমিন হক ববী বলেন নারী শিা উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালে জাতিসংঘের অন্যতম বিশেষায়িত সংস্থা ইউনেস্কো কর্তৃক বিশেষ স্মারক ট্রি অব পিস সম্মানে ভূষিত হয়েছেন। যা কোনো একজন মানুষের জন্য অত্যন্ত গর্বের এবং সম্মানের। সম্প্রতি বিশ্বের মহান ৫০ জন নেতার তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ভিত্তিক ব্যবসা-বাণিজ্য বিষয়ক সাময়িকী ফরচুন। এরমধ্যে তালিকায় থাকা ১০ নম্বরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান বিশ্বের এক জনপ্রিয় নাম শেখ হাসিনা। যিনি তাঁর মেধা মননশীলতা দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সমৃদ্ধির পথে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বিষয় তুলে ধরে সাংবাদিক ববী আরো বলেন ডোমার উপজেলা পরিষদের গুরুত্বপূর্ন সরকারী পদে যে ৫ নারী তাদের দায়িত্ব পালন করছে তা ভাষায় প্রকাশ করা যায়না। তারা যে দায়িত্ব পালন করছে তা নিজ শক্তির বলয়ে মনের ভেতর থেকে। ফলে ডোমার উপজেলার উন্নয়নে এই ৫ নারী সরকারী চাকুরীর দায়িত্ব পালনে বড় সফলার প্রশংসার দাবি রাখে । এ বিষয়ে কথা বলা হলে সাবিয়া সুলতানা বলেন আমি ডোমার উপজেলার নির্বাহী কর্মকর্তা যে দায়িত্ব পালন করছি, সেখানে ডোমারের সকল সেক্টরের মানুষজন আমাকে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সহযোগীতা করছে। যার কারনে ডোমার উপজেলার উন্নয়নে আমার কাজের গতি বাড়িয়ে দিয়েছে। অপর ৪ নারী কর্মকর্তাগনের সঙ্গে কথা বলা হলে তারাও সকলে বলেছেন ডোমার উপজেলা হলো একটি শান্তিপূর্ন এলাকা। এখানকার মানুষজন সকলে সহজ সরল। তাদের সকলের সহযোগীতায় ডোমার উপজেলায় তাদের গুরুত্বপূর্ন দায়িত্ব পালনে কোন সমস্যা সৃস্টি করছে না। বরং কাজের গতি বাড়িয়ে দিয়েছে।#

মন্তব্য করুন


 

Link copied