আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার       পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ       

 width=
 

রাজশাহীতে শিবিরের আস্তানা থেকে বিপুল পরিমানে জিহাদি বই উদ্ধার

রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭, রাত ০৮:৫৩

 রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীর শিরোইল বাস টার্মিনালের পেছনের কাঁচাবাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ইসলামী শিবিরের গোপন আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ। রোববার বিকেলে ওই বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ জিহাদী বইপুস্তক, শিবিরের লিফলেট, ক্যালেন্ডার, সিডি ও ব্যানার জব্দ করেছে। এসময় শিবিরের দুই কর্মীদের গ্রেফতার করা হয়েছে। এরা হলো, মনিরুল ও রাসেল। রাজশাহী মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, একটি বাড়ি ভাড়া নিয়ে ইসলামী ছাত্রশিবির গোপনে তাদের আস্তানা গড়ে তুলেছিলো। সেখান থেকেই সর্বশেষ তাদের কার্যক্রম পরিচালিত করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোববার বিকেলে মহানগর পুলিশ ওই বাড়িতে হানা দেয়। সেখানে তিনটি ঘরে রক্ষিত শিবিরের বিপুল পরিমাণ জিহাদী বই পুস্তক, শিবিরের লিফলেট, ক্যালেন্ডার, ব্যানার ও সিডি জব্দ করা হয়। এটি তাদের গোপন কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিলো বলে জানান ইফতে খায়ের আলম। তিনি বলেন, বাড়ির মালিকের খোঁজ খবর নেয়া হচ্ছে। তাদের গ্রেফতার করা হবে। তবে পুলিশ ওই বাড়িতে হানা দেয়ার পর থেকে বাড়ির মালিক লাপাত্তা রয়েছে। পুলিশের একটি সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে ওই বাড়িতে অজ্ঞাতদের আনাগোনা চলছিলো। দুপুরে ভ্যানে করে কিছু কাগজপত্র অন্যত্র নেয়ার সময় ভ্যানটি উল্টে গেলে কাগজপত্রগুলো প্রকাশ্যে হয়। এসময় এলাকাবাসী প্রথমে দেখেন এগুলো সবই ছাত্রশিবিরের। পরে থানায় খবর দেয়া হলে বিপুল পরিমান পুলিশ বাড়িটি ঘেরাও করে অভিযান শুরু করে। এসময় ওই বাড়ির তিনটি কক্ষে থাকা বিপুল পরিমান লিফলেট, ব্যানার, জিহাদী বই ও সিডি জব্দ করা হয়। এ বিষয়ে পুলিশ অনুসন্ধান শুরু করেছে জানিয়ে মহানগর পুলিশের এসি ইফতে খায়ের আলম জানান, গ্রেফতার দুজনকে জিজ্ঞাসাবাদ করা হবে।

মন্তব্য করুন


 

Link copied