আর্কাইভ  রবিবার ● ১৯ মে ২০২৪ ● ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
আর্কাইভ   রবিবার ● ১৯ মে ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে উত্তরবঙ্গ জাদুঘর পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী       সৈয়দপুরে আচরণবিধি লঙ্ঘনে ৪০ হাজার টাকা জরিমানা টাকা দিতে অস্বীকার, জেলহাজতে চেয়ারম্যান প্রার্থী       নীলফামারীতে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ       চার বিভাগে হিট অ্যালার্ট জারি       জীবন্ত ঘোড়া দিয়ে প্রচারণায় সৈয়দপুরে চেয়ারম্যান প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা      

 width=
 

রাজশাহীতে নবজাতক চুরির দায়ে গ্রেফতার সুভ্রা রিমান্ডে

রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭, রাত ১১:০৫

 রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে নবজাতক চুরির দায়ে গ্রেফতার শাহিন আক্তার সুভ্রাকে রিমান্ডে নিয়েছেন পুলিশ। রোববার দুপুরে মহানগর মুখ্য হাকিম আদালত-৩ এর বিচারক জাহিদুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। শাহমখদুম থানার ওসি জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার পাঁচদিনের রিমান্ডের আবেদন করে সুভ্রাকে আদালতে পাঠানো হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে রোববার রিমান্ড শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত থেকে তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিন আকতার সুভ্রা পুলিশকে যে তথ্য দিয়েছেন তা যাচাই-বাছাই করতেই তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। সন্ধ্যা থেকে থানা হেফাজতে শুরু হচ্ছে তার রিমান্ড।   গত ১৯ জানুয়ারি রাজশাহী মহানগরীর নওদাপাড়া নগর মাতৃসদন থেকে পবার চরশ্যামপুর এলাকার মুক্তি খাতুনের নবজাতক ছেলে সন্তানকে চুরি করে শাহিন আক্তার সুভ্রা। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আক্তারুজ্জামানের স্ত্রী ও বেসরকারি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভর্সিটির রাজশাহীর সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক। ঘটনার আটদিন পর শুক্রবার দুপুরে নগরীর টিকাপাড়া বাসার রোডের এলাকার সুভ্রার বাসা থেকে ওই নবজাতককে উদ্ধার করে পুলিশ। এ সময় তাকে গ্রেফতার করা হয়। এ সময় তিনি ওই নবজাতক তারই সন্তান বলে দাবি করেন। তবে বিষয়টি নিশ্চিত  হওয়ার জন্য শনিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাকে পরীক্ষা করা হয়। এতে তার গর্ভবতী হওয়া বা সন্তান হওয়ার কোন প্রমান পাওয়া যায়নি। পরে শনিবার বিকেলে আদালতের নির্দেশে ওই নবজাতককে তার মায়ের কাছে ফেরত দেওয়া হয়।

মন্তব্য করুন


 

Link copied