আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪ ● ৫ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল       সার্ভার ডাউন: রসিকে জন্ম নিবন্ধন নিয়ে ভোগান্তি চরমে       রংপুরে ফটোসাংবাদিক ফিরোজ চৌধুরীর একক আলোকচিত্র প্রদর্শনী      

 width=
 

বৌদ্ধদের অনুষ্ঠানে বেপরোয়া ট্রাক, গেল ৭ জনের প্রাণ

শুক্রবার, ৩ ফেব্রুয়ারি ২০১৭, দুপুর ০২:৪২

প্রত্যক্ষদর্শী ও খাগড়াছড়ি পুলিশ জানান, বটতলী এলাকায় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ চন্দ্রমণি মহাস্থবিরের অন্ত্যোষ্টিক্রিয়া চলছিল। এ সময় মালবোঝাই ট্রাক নং-চট্ট মেট্রো-১১-৩৮০০ খাগড়াছড়ি আসার পথে সমাগত লোকজনের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলে শিশুসহ ৭ জন নিহত হয়। ঘটনায়  ১৫ জন আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চাপা দেওয়ার পর ট্রাকটি সটকে পড়ে। পরে খাগড়াছড়ি থেকে পুলিশ ট্রাকটি থামায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ব্রিগেডের কর্মীরা দ্রুত হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নয়নময় ত্রিপুরা জানান, আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসার জন্য প্রচুর রক্তের প্রয়োজন। তিনি স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।

এদিকে, এ ঘটনায় হাসপাতাল এলাকায় হৃদয়বিদারক দৃশ্যের অবতরণা হয়। পরিবেশ ভারি হয়ে ওঠে। ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ি সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা ও পৌর মেয়র রফিকুল আলম হতাহদের খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে আসেন।

মন্তব্য করুন


 

Link copied