আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪ ● ৫ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল       সার্ভার ডাউন: রসিকে জন্ম নিবন্ধন নিয়ে ভোগান্তি চরমে       রংপুরে ফটোসাংবাদিক ফিরোজ চৌধুরীর একক আলোকচিত্র প্রদর্শনী       ডোমার ও ডিমলা উপজেলা নির্বাচনে ৩৫ জনের প্রার্থীতা বৈধ ॥ চেয়ারম্যান পদে ১২ জনের মধ্যে আওয়ামীলীগের ৭ জন প্রার্থী       নীলফামারীতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন      

 width=
 

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের পুরষ্কার বিতরণ

সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭, বিকাল ০৫:২২

তিনি বলেছেন, অভিশপ্ত মাদকের কুফল সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিসহ মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সমাজ থেকে মাদক নির্মুল করা অসম্ভব।

সোমবার দুপুরে রংপুর রেঞ্জের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে ডিআইজি এসব কথা বলেন।

গোলাম ফারুক বলেন, পুলিশের কাজই হচ্ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি অপরাধ দমনে সবসময় সজাগ থাকা। যত বাঁধাই আসুক প্রয়োজনে জনগণকে সাথে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মনে রাখতে হবে আইন সবার জন্য সমান। অপরাধ দমন করতে গিয়ে যেন আরেকটি অপরাধ সংঘটিত না হয়।

সভা শেষে রংপুর বিভাগের ১৬ পুলিশ কর্মকর্তাকে ১২টি ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেন ডিআইজি। জানুয়ারী মাসের কাজের স্বীকৃতিস্বরুপ শ্রেষ্ট এএসআই হিসেবে ঠাকুরগাঁও সদর থানার এএসআই সাজেদুল ইসলাম, শ্রেষ্ঠ মাদক ও চোরাচালান মালামাল উদ্ধারকারী কর্মকর্তা দিনাজপুর কোতয়ালী থানার এসআই বিপ্লব কান্তি সরদার, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তালিমকারী কর্মকর্তা ঠাকুরগাঁও সদর থানার এএসআই সাজেদুল ইসলাম, শ্রেষ্ঠ এসআই দিনাজপুর কোতয়ালী থানার এসআই বিপ্লব কান্তি সরদার, শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা রংপুর কোতয়ালী থানার এসআই মামুনুর রশীদ, দিনাজপুর কোতয়ালী থানার এসআই মোস্তাফিজুর রহমান, ঠাকুরগাঁও রুহিয়া থানার এসআই কামাল হোসেন, পঞ্চগড় আটোয়ারী থানার এসআই আবু রায়হান, শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা দিনাজপুর ডিবির এসআই শরীফুল ইসলাম, শ্রেষ্ঠ ট্রাফিক কর্মকর্তা দিনাজপুরের সার্জেন্ট নুর আলম সিদ্দিক, শ্রেষ্ঠ কোর্ট কর্মকর্তা দিনাজপুরের কোর্ট পুলিশ পরিদর্শক সহিদ সরওয়ারদী, শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং ইউনিট রংপুর কোতয়ালী কমিটি টানা ৩য় বারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন বজায় রেখেছে। কমিউনিটি পুলিশিং কমিটির পক্ষে পুরষ্কার গ্রহন করেন কমিউনিটি পুলিশিং রংপুর জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব সুশান্ত ভৌমিক।

শ্রেষ্ঠ থানা দিনাজপুর কোতয়ালী থানা, শ্রেষ্ঠ সার্কেল রংপুর ‘এ’ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান, শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে দিনাজপুর পুলিশ সুপার হামিদুল আলম এই পুরস্কার গ্রহণ করেন।

এসময় সভায় পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহম্মদ পিপিএম-বার, চৌধুরী মঞ্জুরুল কবির পিপিএম-বারসহ রংপুর বিভাগের আট জেলার পুলিশ সুপার ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন


 

Link copied