আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: লালমনিরহাটে মোবাইল ফোনে কথা বলছিল, হঠাৎ পিছন থেকে ট্রেনের ধাক্কায় কাটা পড়লেন যুবক       ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার       ছুটি বাড়ল সব শিক্ষাপ্রতিষ্ঠানে       ডিমলা উপজেলা নির্বাচন॥ এমপির ভাই, ভাতিজা ও ভাতিজি বউ প্রার্থী-তৃণমূলে ক্ষোভ       কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা      

 width=
 

প্রধানমন্ত্রীর স‌ঙ্গে আলোচনা চায় বিএন‌পি

সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭, রাত ১০:০৭

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শে‌ষে এ কথা জানান তি‌নি।

বিএন‌পি মহাস‌চিব বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের চেয়ে বেশি জরুরি নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা। এ সরকার ব্যবস্থা কেমন হবে সেটি নিয়েই এই আলোচনা করতে চান তারা।

বিএনপি সহায়ক সরকারের প্রস্তাব দেবে কিনা- এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘এদেশের মানুষ খুব ভালোভাবেই উপলব্ধি করে, নির্বাচনকালীন যদি নিরপেক্ষ সরকার না থাকে তাহলে কারো পক্ষেই সেখানে সুষ্ঠু নিবার্চন করা সম্ভব নয়। সে কারণেই নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় সহায়ক সরকার ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এ ব্যাপারটি খুবই পরিষ্কার।’

ফখরুল বলেন, ‘আমরা (বিএনপি) সহায়ক সরকারের প্রস্তাব দেবে এবং সরকারকে আলোচনার জন্য উদ্যোগ নিতে বলব। কারণ রাষ্ট্রপতিকে বলার কাজ শেষ হয়ে গেছে। তিনি তো অপকর্ম যেটা করার সেটা করে ফেলেছেন। এখন আমরা প্রধানমন্ত্রীকেই এই (সহায়ক সরকার) প্রস্তাব দেব। আলোচনায় আসতে হবে, অন্যথায় সব দায়ভার তাকেই বহন করতে হবে।’

বর্তমান ইসির অধীনে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আমরা অত্যন্ত পরিষ্কারভাবে বলেছি, গঠিত নতুন নির্বাচন কমিশনের প্রধান কর্মকর্তা; তিনি প্রধান কমিশনার হওয়ার মতো যোগ্য ব্যক্তি নন। এই নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচনে যাব কি যাব না, সেটা অনেক পরের ব্যাপার। তবে স্থানীয় সরকার নির্বাচন এটা চলমান প্রক্রিয়া, আমরা তা করছি এবং তা করব।’

‘দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হলে বিএনপির হাল কে ধরবেন’ গণমাধ্যমে প্রকাশিত খবরের উদ্ধৃতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে চাই, এ ধরনের চিন্তা-ভাবনার মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীরা কোনো বৈঠক, আলোচনা করেনি, কোনো সিদ্ধান্তও নেননি। এসব খবর কাল্পনিক রচনা মাত্র।’

পদ্মা সেতু দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘কোথায় নেই দুর্নীতি? শুধু পদ্মা সেতুই নয়, সবখানেই দুর্নীতি হচ্ছে। পদ্মা সেতু নিয়ে দুর্নীতি অভিযোগ থেকে বিশ্বব্যাংক তাদের অবস্থান থেকে সরে এখনো আসেনি। দুর্নীতি যে হয়নি এটা তারা বলেনি। দুর্নীতি যা হয়েছে সেটার অবস্থান থেকে তারা সরে এসেছে।’

ঢাকা মহানগর বিএনপির কমিটি প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘খুব শিগগিরই পর্দা উত্তোলন হবে।’

এ সময় মির্জা ফখরুল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচির ঘোষণা দেন। যৌথসভায় দলের যুগ্ম মহাসচিব, সম্পাদক এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন


 

Link copied