আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা      

 width=
 

ডিমলায় তিন শিশু শিক্ষার্থীর বিরুদ্ধে বিজিবির মামলা

বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭, বিকাল ০৬:১৬

   বিশেষ প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারীবিজিবি কর্তৃক নীলফামারীর ডিমলা থানায় তিন শিশু শিক্ষার্থী ও নৌকার মালিক সহ চারজনের বিরুদ্ধে সীমান্ত আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে  তোলপাড় সহ চরম ক্ষোভের সৃস্টি হয়েছে। এদিকে গ্রেফতারের আশংঙ্কায় ওই শিশু তিনজন এখন পালিয়ে থাকতে বাধ্য হচ্ছে। এরা হলো ডিমলা উপজেলা কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র  ঝাড়সিংহেশ্বর গ্রামের আবুল কালামের ছেলে আল আমিন (রোল-২৩), একই বিদ্যালয় ও গ্রামের অষ্টম শ্রেনীর ছাত্র আব্দুর রশিদের ছেলে হাফিজুল ইসলাম (রোল-৬৩), কালীগঞ্জ গেনদির চৌপথী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোস্তফা মন্ডলের ছেলে আমির হোসেন (৯) ও একই গ্রামের নৌকার মাঝি খোকা মিয়া(৫০)। গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারী) রাতে ৭ বর্ডার গার্ড ব্যাটেলিয়ান (বিজিবি)র ডিমলা উপজেলর কালিগঞ্জ সীমান্ত  ক্যাম্পের নায়েক সুবেদার আলী আজম বাদী হয়ে এই মামলা দায়ের করে( মামলা নম্বর ৯)। মামলার অভিযোগে বলা হয় নৌকার মালিকের নিকট নৌকা নিয়ে ওই তিন শিক্ষার্থী তিস্তা নদী হয়ে নৌকা সহ মাছ ধরার জন্য ঝাড়সিংহেশ্বর মৌজার  সীমান্ত পিলার ৭৯৪/৬ এস অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ১০০গজ ভিতরে প্রবেশ করে। যা দেখতে পেয়ে ভারতীয় সীমান্তে টহলরত ১৩ ব্যাটালিয়ানের বিএসএফ তাদের ধাওয়া করলে তারা নৌকা ফেলে পালিয়ে আসে। যা বাংলাদেশ পাসপোর্ট  আদেশ ১৯৭৩এর ১১(১)(ক) অপরাধের সামিল।  এদিকে শিশু তিন শিক্ষার্থী সহ নৌকার মালিকের বিরুদ্ধে বিজিবির মামলা দায়েরের ঘটনা নিয়ে এলাকাবাসী তোলপাড় শুরু হয়। আজ বৃহস্পতিবার  এলাকার মফেল উদ্দিন, আবু বক্কর, সোলায়মান সহ আরো অনেকে সাংবাদিকদের বলেন আমরা তো এই এলাকার বাসিন্দা। বাপ দাদার আমল হতে এখানে আমাদের বসবাস। আমরা এখানে উড়ে এসে জুড়ে বসিনি। বাচ্চারা না হয় নৌকাতে ঘুরতে গিয়ে ভুল করেছে। স্থানীয়ভাবে তাদের ডেকে শাসন করা যেতো। কিন্তু সরাসরি শিশুদের নামে বিজিবি মামলা দিবে এটি মেনে নেয়া যায়না। এদিকে এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা জানায় প্রয়োজনে আমরা মিছিল করবো মামলা প্রত্যাহারের দাবিতে। পর দিকে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে খুঁজে নেয়া হয় ওই তিন শিক্ষার্থীকে। তারা জানায়  ঘটনার দিন দুপুরে পর তারা ৩জনে  তিস্তা নদীতে নৌকায় ঘুরতে গিয়েছিল। নদীতে সীমানা পিলার ও তার কাটার বেড়া না থাকার কারনে ভারতের অভ্যন্তরে  যে আমরা প্রবেশ করেছি তা  বুঝতে পারিনি। যখন ভারতীয় বিএসএস সদস্যরা আমাদের  ধাওয়া দেয় তখন  বাধ্য হয়ে  নৌকা ফেলে পালিয়ে আসি আমরা।এখন আমাদের বিরুদ্ধে বিজিবি ডিমলা থানায় মামলা দেয়ায় পুলিশের ভয়ে এখন পালিয়ে বেড়াচ্ছি। নৌকার মালিক খোকা মিয়া বলেন ঘাটে বাধা ছিল তার নৌকা । গ্রামের ওই শিশু তিনজন কখন নৌকা নিয়ে নদীতে ঘুরতে চলে যায় কেউ বুঝতে পারেনি। বাচ্চারা না হয় ভুল করেছে সে জন্য তাদের ও আমাকেও আসামী করে মামলা দিয়েছে বিজিবি। এখন পুলিশের ভয়ে পালিয়ে থাকতে হচ্ছে। এ ব্যাপারে কালিগঞ্জ বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার ও মামলা বাদী  আলী আজম বলেন উর্ধত্বন কর্তৃপক্ষের নির্দেশের মামলা দায়ের করেছি। ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন মামলা পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন


 

Link copied