আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: ছুটি বাড়ল সব শিক্ষাপ্রতিষ্ঠানে       ডিমলা উপজেলা নির্বাচন॥ এমপির ভাই, ভাতিজা ও ভাতিজি বউ প্রার্থী-তৃণমূলে ক্ষোভ       কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি      

 width=
 

ডোমারে ছাত্রদলের সাধারন সম্পাদকের বিরুদ্ধে মাদকের মামলা

শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭, বিকাল ০৬:৪২

নীলফামারীর ডোমার উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মামুনুর রশিদ সজিব বসুনিয়ার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডোমার থানায় মামলা দায়ের করা হয়েছে। একই ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদে গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ডোমার থানার ওসি (তদন্ত) ভারপ্রাপ্ত হারেসুল ইসলামের নেতৃত্বে এসআই হামিদুল ইসলাম ও প্রদীপ চন্দ্র রায় অভিযান চালিয়ে ডোমার রেল লাইনের পার এলাকার মতিন ওরফে মাতিমের দর্জির দোকান হতে ৪(চার) বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় দোকানের মালিক ছোট রাউতা পাঠান পাড়া এলাকার মৃত. আব্দুল গনির ছেলে আব্দুল মতিন ওরফে মাতিম (৪৫) ও দোকানের কর্মচারী ছোট রাউতা সওদাগর পাড়ার আব্দুল ওহাবের ছেলে সাইদুল ইসলাম স্বপনকে (৪০) আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে তারা জানায়,  ডোমার ছাত্রদলের সাধারন সম্পাদক  বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা বসুনিয়া পাড়া গ্রামের মৃত. তকি মাহমুদ বসুনিয়ার ছেলে মামুনুর রশিদ সজিব বসুনিয়া মাদক ফেন্সিডিল ব্যবসার সঙ্গে জড়িত। সেই ওই দোকানে মাদক এসে জোড়পূর্বক রেখেছিল। এ ঘটনায় আটতক দুই জন সহ ডোমার উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক  এবং অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে ১৯৭৪ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২৫(বি)(১)(বি) ধারা মোতাবেক মামলা নং-১০,  দায়ের করে পুলিশ। পাশাপাশি আটক দুইজনে গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন  ডোমার থানার ওসি (তদন্ত) হারেসুল ইসলাম জানান মামুনুর রশিদ সজিব বসুনিয়া পলাতক রয়েছে। তকে গ্রেফতারের চেস্টা চলছে। এদিকে ছাত্রদলের এক নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) অভিযোগ করে জানায়, ডোমার উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মাদকের ব্যবসায় জড়িত নয়। তাকে পরিকল্পনা মাফিক সরকারী দলের এক নেতা পুলিশকে ভুল বুঝিয়ে এই মামলাটি দায়ের করায়। চিলাহাটিতে হেরোইন বিক্রেতা আটকঃ- গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ডোমার উপজেলার চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী ইন্সপেক্টর ফজলুর রহমানের নেতৃত্বে এসআই জাহাঙ্গীর আলম ও শাহিন মিয়া  বোতলগঞ্জ বাজার অভিযান চালিয়ে নিজ ভোগডাবুড়ী ভিতর বাজার এলাকার ফজলে করিমের ছেলে আহসান হাবিবকে (৪০) আটক করে। এসময় তার কাছ থেকে ১২ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, (সংশোধীত/০৪) এর ১৯(১) টেবিলের ১(ক) ধারায় মামলা নং-১১, দায়ের করে পুলিশ। তাকে আজ শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

মন্তব্য করুন


 

Link copied