আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল       নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার      

 width=
 

দিনাজপুরে দেড় কোটি টাকা মুল্যের কষ্টি পাথরের মূর্তি সহ ৪ জন গ্রেফতার

রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৭, বিকাল ০৫:৫৯

সিপিসি-১ র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের এ,এস,পি খন্দকার গোলাম মর্ত্তুজার নেতৃত্বে গত (১৮ ফেব্র“য়ারী) শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার ভরলা গ্রামের মৃত আব্দুল শুকুরের পুত্র জহুরুল ইসলামের বাড়ীর ঘরের ভিতরে চটের বস্তা থেকে মূর্তি ৩টি উদ্ধার করে। র‌্যাবের দলটি গ্রাহক সেজে অভিযান কালে জহুরুল ইসলাম (৬৭) সহ অপর ৩ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হল রতনদা গ্রামের ভোলা চন্দ্র দাসের পুত্র বাবুল চন্দ্র দাস (৪৭) ও তার পুত্র কান্ত চন্দ্র দাস (২৭) ও গোপালপুর গ্রামের মৃত শকুর মোহাম্মদের পুত্র নজরুল ইসলাম (৩৬)। উদ্ধারকৃত মূর্তি ৩টির মধ্যে কষ্টি পাথরের বিষ্ণু ও লক্ষী মূর্তি ২টি যার আনুমানিক মূল্য ১ কোটি ৪৫ লাখ টাকা ও অপর একটি লক্ষী মূর্তি যার মূল্য ৫ লাখ টাকা। এব্যাপারে র‌্যাবের ডিএডি একরামুল হক বাদী হয়ে বোচাগঞ্জ থানায় একটি মামলা করেছে। যার মামলা নং-৫ তাং- ১৯-০২-২০১৭।

মন্তব্য করুন


 

Link copied