আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা      

 width=
 

লালমনিরহাটে শিক্ষককে পেটালো কমিটির লোকজন

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭, রাত ১২:২৭

 নিয়াজ আহমেদ সিপন, লালমনিরহাট প্রতিনিধি: বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব’র জের ধরে সহকারী প্রধান শিক্ষককে পেটালো কমিটির লোকজন। এতে ক্ষুদ শিক্ষার্থীসহ অভিবাবকরা। সোমবার(২০ ফেব্রুয়ারী) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ হাসপাতালে ভর্তি হয়েছেন আহত শিক্ষক। এর আগে সকালে কালীগঞ্জ উপজেলার খন্ডরচড়া বহুমুখী উচ্চ বিদালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বেশ কিছু দিন ধরে দ্বন্দ্ব চলে আসছে প্রধান শিক্ষক আব্দুল লতিফের সাথে সাবেক সভাপতি গোলজার হোসেন মিন্টুর। বিগত কমিটির মেয়াদ উত্তীন্ন হওয়ায় ইউএনওকে আহবায়ক করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এর ফলে স্কুল কালীগঞ্জ উপজেলার খন্ডরচড়া বহুমুখী উচ্চ বিদালয়ের সহকারী প্রধান শিক্ষকের উপর হামলা চালানো হলে স্থানীয়রা এগিয়ে এসে আহত সহকারী প্রধান শিক্ষক ইন্দ্রজি কুমারকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ক করান। সোমবার দুপুরে স্কুল চলাকালীন সময়ে হামলার স্বীকার স্কুল শিক্ষক ইন্দ্রজিৎ কুমার অধিকারী (৩৯)বর্তমানে আহত হয়ে কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। খন্ডরচড়া বহুমুখী উচ্চ বিদালয়ের শিক্ষার্থীরা স্কুল ব্যবস্থাপনাকে দায়ীকরে তারা জানান, দীর্ঘদিন থেকে বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব’র জের ধরে শিক্ষার মান নষ্টের দিকে। বিদ্যালয়ে এ ধারনের ঘটনা ঘটতে থাকলে আমাদের পড়শুনার অনেক ক্ষতি হবে। তাই দুরত্ব এর সমাধান করে শিক্ষারমান ঠিক রাখার আহব্বান করছি। এদিকে বিদ্যালয়ের ঘটনায় প্রধান শিক্ষককে দায়ী করছেন এলাকাবাসী। জানা গেছে,ম্যানেজিং কমিটি গঠনের বিষয়কে কেন্দ্র করে প্রধান শিক্ষক ও কমিটির সাবেক সভাপতি গোলজার হোসেন মিন্টুর দ্বন্ধ চলে আসছে।পূর্বের কমিটির মেয়াদ শেষ হলে আহবায়ক কমিটি গঠন করা হয়।উক্ত কমিটিতে বিধি অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আলমকে আহবায়ক করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।কিন্তু ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও তার লোকজন পুনরায় তাকে সভাপতি করার কার্যকর পদক্ষেপ গ্রহনের চাপ দিতে থাকে। কিন্তু প্রধান শিক্ষক এতে রাজি না হওয়ায় প্রতিপক্ষ রোববার প্রথমে প্রধান শিক্ষকের উপর হামলা চালায়। তার রেশ কাটতে না কাটতে এবার সহকারী শিক্ষকের উপর হামলা চালানো হয়। এ প্রসঙ্গে খন্ডরচড়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ:লতিফ মুঠোফোনে জানান, নিয়ম নীতির তোয়াক্কা না করে গোলজার হোসেন ও তার লোকজন তাকে পুনরায় সভাপতি করার চাপ দিতে থাকে।তার সে প্রস্তাবে রাজি না হওয়ায় প্রথমে তার উপর হামলা চালায়।এ ঘটনার প্রতিবাদ করায় স্কুল চলাকালীন সময়ে এবার সহকারী প্রধান শিক্ষক ইন্দ্রজিতের উপর হামলা চালানো হয়েছে। তবে কতিপয় লোকজন অহেতু আমার ও শিক্ষকদের উপর হামলা চালাচ্ছে। আমরা আইনী ব্যবস্থা নিচ্ছি। এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি গোলজার হোসেন মিন্টুর মুঠোফোন যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠো ফোনটি বন্ধ পাওয়া যায়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আবাসিক মেডিকেল অফিসার আহসান হাবীব জানান, হাসপাতালে ভর্তি আহত শিক্ষকের অবস্থা গুরুতর। কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন জানান, একটি মামলার প্রস্তুতি চলছে মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন


 

Link copied