আর্কাইভ  বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪ ● ৪ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: আজকের মেধাবী শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের কারিগর –রংপুরে স্পীকার       রংপুরে বৃষ্টি নামে এক নারীর মরদেহ উদ্ধার       কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       

 width=
 

শিশুকন্যাকে কুপিয়ে জখম করে মায়ের আত্মহত্যা

শনিবার, ৪ মার্চ ২০১৭, সকাল ০৭:০১

বগুড়া: বগুড়ার শিবগঞ্জে ছয় বছরের শিশুকন্যাকে বটি দিয়ে কুপিয়ে জখম করার পর গলাকেটে আত্মহত্যা করেছেন এক অন্তঃসত্ত্বা মা। খাদিজা বেগম (৩৫) নামে ওই অন্তঃসত্ত্বা গৃহবধূর শিশুকন্যার নাম হালিমা আকতার সোহানা। শুক্রবার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা গ্রামের দাড়িদহ গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। শিশুটিকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে নিহতের ভাই খোকন শিবগঞ্জ থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা করেছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গৃহবধূর স্বামী ময়দানহাটা গ্রামের একেএম হাসান বেসরকারি সংস্থা আশা'য় মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত। শুক্রবার সকালে তিনি কাজে বাড়ির বাইরে ছিলেন। এসময় তার স্ত্রী নয় মাসের অন্তঃসত্ত্বা খাদিজা ঘরের দরজা বন্ধ করেন। এরপর বটি দিয়ে মেয়ে সোহানার ঘাড় ও মুখে কোপ দেন। শিশুর আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘরের দরজা ভেঙে ও বেড়া কেটে তাদের উদ্ধারের চেষ্টা করেন। একপর্যায়ে গৃহবধূ খাদিজা বটি দিয়ে নিজের গলা কেটে ফেলেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রতিবেশীরা শিশু সোহানাকে উদ্ধার করে প্রথমে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। নিহতের মা আবেদা বেগম সাংবাদিকদের জানান, খাদিজা বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিল। শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান একই তথ্য দিয়ে জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন


 

Link copied