আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪ ● ৫ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: ডোমার ও ডিমলা উপজেলা নির্বাচনে ৩৫ জনের প্রার্থীতা বৈধ ॥ চেয়ারম্যান পদে ১২ জনের মধ্যে আওয়ামীলীগের ৭ জন প্রার্থী       নীলফামারীতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন       নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু       কিশোরীগঞ্জে পাঁচতলা ভবন থেকে পড়ে এক ব্যাক্তির রহস্যজনক মৃত্যু       উপজেলা নির্বাচনে জাপার প্রার্থী হতে চান না কেউ      

 width=
 

বঙ্গমাতা দেশ সেরা চ্যাম্পিয়ন ট্রফি অর্জনকারী খেলোয়াড়দের সম্বর্ধনা

রবিবার, ৫ মার্চ ২০১৭, বিকাল ০৬:৫১

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দেশ সেরা চ্যাম্পিয়ন ট্রফি অর্জনকারী নারী দল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার টেপুরগাড়ী বালাকান্ত(বিকে) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের প্রাণঢালা সম্বর্ধনা দিয়েছে লালমনিরহাট জেলা প্রশাসন। রোববার বিকালে লালমনিরহাট সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এ সম্বর্ধনা প্রদান করা হয়। লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেজাউল আলম সরকার, ক্যাপ্টেন(অবঃ) আজিজুল হক বীরপ্রতীক, লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, টেপুরগাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও টিম ম্যানেজার আব্দুর রশিদ, লালমনিরহাট শেখ সফিউদ্দিন কমার্স কলেজের অধ্যক্ষ এন্তাজুর রহমান, টেপুরগাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের কোচ আলম আল সাঈদ খোকন প্রমূখ। প্রাণঢালা সম্বর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরে বঙ্গমাতা ফজিলাতুনন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্ণামেন্ট-২০১৬ বিজয়ী চ্যাম্পিয়ন ট্রফি অর্জনের উচ্ছাস প্রকাশ করে প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, ‘জেলা প্রশাসন উদ্যোগ নিলে বিদ্যালয়ের খেলার মাঠের সমস্যা দ্রæত নিষ্পত্তি সম্ভব হবে। তাছাড়া এই বিজয় ধরে রাখতে সকলের সহযোগিতার আহবান জানান। অন্যান্য অতিথিরা বক্তব্যে বলেন, সর্বদা সকলে চেষ্টা করবেন যেন প্রতিবছর টেপুরগাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় অর্জন করতে পারে। এ লক্ষ্যে বিদ্যালয়ের সকল সমস্যা সমাধানে এগিয়ে আসবেন বলে প্রতিশ্রæতি দেন। অপরদিকে লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান প্রতি অর্থবছর টেপুরগাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে দুইলাখ করে টাকা বরাদ্দ দেয়ার প্রতিশ্রæতি দেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী খেলোয়াড়দের হাতে তুলে দেন।

মন্তব্য করুন


 

Link copied