আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: ডিমলা উপজেলা নির্বাচন॥ এমপির ভাই, ভাতিজা ও ভাতিজি বউ প্রার্থী-তৃণমূলে ক্ষোভ       কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল      

 width=
 

নীলফামারী জুড়ে বর্ণাঢ্য আয়োজনে বন্ধবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশুদিবস পালিত

শুক্রবার, ১৭ মার্চ ২০১৭, রাত ০৮:৪৬

আমাদের নীলফামারীর বিভিন্ন উপজেলার প্রতিনিধিদের পাঠানো খবর নিয়ে রির্পোট। ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৭ মার্চ॥  বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের যৌথ আয়োজনে নীলফামারীতে বর্ণাঢ্যরূপে স্বাধীন বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় শহরে বন্ধুবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও বাদ্যযন্ত্র সহকারে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী শহর প্রর্দক্ষিন করে। র‌্যালী শেষে স্থানীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় শিশু কিশোর সমাবেশ ও শিশু মেলা। মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা সভা। এ ছাড়া ওই চত্বরে দিনভর আয়োজন ছিল শিশু স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য সর্ম্পকে চিত্রাঙ্কন,রচনা,গল্প বলা ও নির্ধারিত বক্তৃতা প্রতিযোগীতা। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ.জেএম এরশাদ আহসান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু বাশার আতিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলিমুদ্দিন বসুনিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক আহসান রহিম মঞ্জিল, মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, নারী নেত্রী রাবেয়া আলিম, জেলা শিশু একাডেমীর কর্মকর্তা মোস্তাক আহমেদ প্রমুখ। আলোচনা সভা শেষে শিল্পকলার শিল্পীরা গান, কবিতা ও নাচ উপস্থাপনা করেন। অপর দিকে একই স্থানের চারিদিকজুড়ে জেলা সাংস্কৃতি জোটের পক্ষে দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধুর উপর আলোকচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও চিত্রাঙ্গন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শিশু একাডেমীর আয়োজনে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগীতা, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন নিয়ে প্রতিযোগিতায় ১ম,২য় ও ৩য় বিজয়ীর মাঝে পুরষ্কার বিতরন করা হয়। অপর দিকে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কেটে ও আলোচনা অনুষ্ঠান করেছে জাতীয় মহিলা সংস্থা ও নীলফামারী ওমেইন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি। কিশোরীগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি শামীম হোসেন বাবু জানানঃ- আনন্দ শোভাযাত্রা, কেককাটা ও আলোচনা সভার মাধ্যমে উপজেলা পরিষদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ৯৮ তম জন্মদিন উপলক্ষে পৃথক পৃথক কর্মসুচি পালন করেছে। আজ শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম, উপজেলা নিবাহী কর্মকর্তা এস এম মেহেদী হাসান, সহকারী কমিশনার ভুমি উত্তম কুমার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম প্রমুখ। উপজেলা পরিষদ চেয়ারম্যান তার বক্তব্যে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, নিপীড়িত বাঙ্গালী জাতির ভাগ্যাকাশে যখন কালোমেঘ তখনি এই কালজয়ী মহান নেতার গৌরবময় আর্বিভাব। তিনি অনেক কষ্ঠ করে এই দেশটিকে গড়েছেন। বাংলার ইতিহাসে তার কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এদিকে কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী  নিজ উদ্যোগে ব্যাত্তিক্রমভাবে জাতির জনকের জন্মদিন পালন করেছে। তারা সকালে শহরের বিভিন্ন সড়কে আনন্দ শোভাযাত্রা শেষে স্কুল প্রাঙ্গনে ১৮ টি কেক কেটে বঙ্গবন্ধুর জœদিন পালন করে । এসময় সেখানে উপস্থিত ছিলেন, কিশোরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বজলুর রশীদ, উপজেলা নাগরিক কমিটির সভাপতি সাবুল হোসেন, আওয়ামীলীগ নেতা সাজু মিয়া, প্রধান শিক্ষক গোলাম আজম, ছাত্রলীগ সাধারন সম্পাদক ডালিম মিয়া প্রমুখ। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু জানানঃ- নানা কর্মসূচির পালনের মধ্যদিয়ে সৈয়দপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালী,  শিশুদের চিত্রাঙ্কন ও নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।  সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে  স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে  ওই আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আজমল হোসেন।আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার আবু ছালেহ মো. মুসা জঙ্গী। এতে মূখ্য আলোচক ছিলেন সৈয়দপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কথাসাহিত্যিক, গল্পকার মো. হাফিজুর রহমান হাফিজ। এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সৈয়দপুর পরিষদ নারী ভাইস চেয়ারম্যান রওনক জাহান রিনু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আহমেদ মাহবুব-উল ইসলাম, সৈয়দপুর উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার বাঁশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি জোবায়দুর ইসলাম শাহীন, দি সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী প্রমুখ। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন। পরে চিত্রাঙ্কন ও নির্ধারিত বক্ততা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সবশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় শিল্পী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে। এর আগে একটি বর্ণাঢ র‌্যালী বের করা হয়। সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয় র‌্যালীটি। এতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী,শিক্ষক-শিক্ষিকা অংশ নয়। জলঢাকা প্রতিনিধি জানানঃ- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলে নীলফামারীর জলঢাকায় আজ শুক্রবার সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে  পৌর শহর প্রদণি করে ঊপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী হারুন-অর-রশীদ,  মাধ্যমিক শিা কর্মকর্তা আশরাফ উজ জামান সরকার, প্রাথমিক শিা কর্মকর্তা শাহাজাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা শামিম জাহিদ তালুকদার, জেলা জাসদের সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম, উপজেলা আঃলীগের সাংগঠনিক স¤পাদক দেলোওয়ার হোসেন, পৌর আঃলীগের সাধারন স¤পাদক আব্দুল মজিদ, রাবেয়া কলেজের অধ্য বিবেকা নন্দ মোহন্ত, আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্য রফিকুল ইসলাম, শ্রমিকলীগের সভাপতি জসির উদ্দিন,  উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের ও সাইফুর রহমান পিকু প্রমুখ। পরে স্কুল ও মাদরাসার শিশু কিশোরদের  অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিয়োগিতা অনুষ্ঠিত হয়। ডিমলা প্রতিনিধি জানানঃ- নীলফামারীর ডিমলা উপজেলায় আজ শুক্রবার বঙ্গবন্ধুর ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। সকালে শহরের স্মৃতি অম্লানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমালা অর্পন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন রাস্তা প্রদিক্ষন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাঊল করিম সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, ওসি মোয়াজ্জেম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া প্রমুখ। দিবসটি পালন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ র‌্যালি বের করে। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগীতা, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন নিয়ে প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরনের আয়োজন করে উপজেলা প্রশাসন। ডোমার প্রতিনিধি জানানঃ- বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে নীলফামারীর ডোমার উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার দিবসটির যৌথভাবে আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। সকাল নয় টার দিকে শহীদ ধীরাজ ও মিজান স্মৃতি পাঠাগার চত্ত্বর হতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ ব্যানার ফেস্টুন সহকারে একটি বর্নাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় পিডিবি’র নির্বাহী প্রোকৌশলী সাইফুল ইসলাম মন্ডল, থানার অফিসার্স ইনচার্জ মোকছেদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, বীরমুক্তিযোদ্ধা মফিজার রহমান দুলাল, সাবেক প্রধান শিক্ষক আবু সুফিয়ান লেবু প্রমূখ বক্তব্য রাখেন। এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

মন্তব্য করুন


 

Link copied