Today: 27 Jun 2017 - 11:28:46 am

রাঙ্গা বসন্তে

Published on Monday, March 20, 2017 at 9:05 am

সৈয়দা রুখসানা জামান শানু

জোছনামাখা তরল সোনার ঝলকানিতে
মন আজ থাকতে চায় না ঘরের ব্যালকুনিতে
হিমেল হাওয়ায় মিষ্ট সুভাসে ফুটেছে সাদা ও রঙ্গীন
যতসব ফুলের সাথে দল বেঁধেছে নাইট কুইন
মনে হয় কত দিন পর আমায় ডেকেছে আপন মনে
উদাসী মায়ের মনও ছুটেছে ঝংকিত পুস্পের ডাকে
রাঙ্গা বসন্তে জোছনা গলিত সোনার ঝলমল এ রাতে
হারিয়ে যাওয়া টুকরো টুকরো মধুর স্মৃতি উছলে ওঠে
না বলা গান পাখির কলতান বাঁশির মধুর-বিতান
চোরা কাটাঁয় ঘাস ফড়িং আর ষোড়সীর সোনালী স্বপন
নানা রঙের প্রজাপতির ওড়াউড়ি দু আঙ্গুলে ধরাধরি
ছোঁয়া-ছুঁয়ি আর আঁকা-বাঁকা পথে সাঁঝে বাড়ী ফিরি
ছট-পট আর এলোপাথাড়ির সুখ নীরবতায় কাটল যে রাত
ঝিঁঝিঁও নিশ্চুপ ফুলের পাপড়ি ক্লান্তি সেরে ঝরে আছে ভোরের উঠোনে।

[email protected] রুখসানা জামান শানু
রচনার স্থান: বাংলা-বঙ্গ সাঁকো কার্যালয়, সৈয়দপুর।
তাং-১৭/০৩/২০১৭ইং

মতামত