Today: 27 Jun 2017 - 11:23:20 am

মাহাবুব আরা বেগম গিনিকে গাইবান্ধা বার এসোসিয়েশনের সংবর্ধনা

Published on Monday, March 20, 2017 at 4:40 pm

খায়রুল ইসলাম গাইবান্ধা থেকে: জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি মনোনীত হওয়ায় জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপিকে সোমবার গাইবান্ধা জেলা বার এসোসিয়েশন মিলনায়তনে এক সংবর্ধনা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা বার সভাপতি অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্স।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসানুল করিম লাছু, শামছুল আলম প্রধান, সিদ্দিক হোসেন সেলিম, আনিছুর রহমান, জিএসএম আলমগীর, হাফিজুর রহমান ফারুক, পিপি শফিকুল ইসলাম, পিপি আবু আলা মোঃ সিদ্দিকুল ইসলাম রিপু প্রমুখ।

বর্ণাঢ্য এই সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ মাহাবুব আরা বেগম গিনিকে সম্মাননাপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদানসহ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মতামত