Today: 27 Jun 2017 - 11:29:49 am

রংপুরে শুরু হলো ১৬ দিন ব্যাপী বই মেলা

Published on Monday, March 20, 2017 at 5:54 pm

 মহানগর প্রতিনিধি: সম্মিলিত লেখক সমাজের আয়োজনে রংপুরে শুরু হলো ১৬ দিন ব্যাপী বইমেলা।

সোমবার দুপুরে রংপুর বইমেলা ২০১৭ এর উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু।

মেয়র বলেন, সম্মিলিত লেখক সমাজ রংপুর যে বইমেলার আয়োজন করেছে তা নিঃসন্দেহে একটি মহতি উদ্যোগ। এই মহতি কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।

রংপুর বইমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাঈদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ সাহিত্যিক প্রফেসর আলীম উদ্দীন, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রুহুল আমীন মিঞা, রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন, রংপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এডভোকেট রথীস চন্দ্র ভৌমিক বাবু সোনা, সাহিত্যের কাগজ মৌচাকের প্রধান উপদেষ্টা রেজাউল করিম মুকুল, মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ সরকার প্রমুখ।

এবারের বইমেলায় ঢাকার ১৬টি প্রকাশনী এবং লিটলম্যাগ ও সাহিত্য সংগঠনসহ মোট ৩৩টি স্টল রয়েছে।

মেলা চলবে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত। এছাড়া শুক্রবারও বন্ধের দিন মেলায় থাকছে শিশুদের জন্য শিশু প্রহর। শিশু প্রহর শুরু হবে সকাল ১১টায়।

মতামত