আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ● ১৪ চৈত্র ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
 width=
 

 

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

কুড়িগ্রামে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল আলোর মুখ দেখতে বসেছে

কুড়িগ্রামে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল আলোর মুখ দেখতে বসেছে

 width=
 
শিরোনাম: রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা       ২৯ রমজান কি অফিস খোলা?       আজ ঐতিহাসিক রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস       লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর       কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি      

 width=
 

ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে পুলিশের বিশেষ উদ্যোগ

রবিবার, ২ এপ্রিল ২০১৭, রাত ০৯:৫২

ঠাকুরগাঁওয়ে যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে বাঁচাতে জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদের মাদকবিরোধী বিশেষ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুশিল সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষ। এই অভিযান অব্যাহত থাকলে পুলিশের এই মহতী কাজে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ঠাকুরগাঁওবাসী। এরই মধ্যে ঠাকুরগাঁও জেলায় মাদকবিরোধী অভিযানে সফল পুলিশ। পুলিশের মাদকবিরোধী অভিযানে ‘মাদক জোন’ বলে পরিচিত এলাকাগুলো এখন মাদকশূন্য বলা চলে। এ অবস্থায় জেলার মাদক ব্যবসায়ীরাও আতঙ্কে রয়েছে। গত ১ মাস ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদের নেতৃত্বে জেলায় প্রতিদিন বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশের দেয়া তথ্য মতে, মার্চ মাসের ২৮ তারিখ পর্যন্ত ঠাকুরগাঁও জেলার ৬টি থানায় মাদকদ্রব্য সংক্রান্ত ১শত ২৭ টি মামলা দায়ের করা হয় এবং ১শত ৩৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসব মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১৬ ল ১৫ হাজার ২শত ৫০ টাকা মূল্যের ভারতীয় ফেনসিডিল, ভারতীয় মদ, ইয়াবা ট্যাবলেট, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এরই মধ্যে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্যের ৩৭ টি মামলা, ডিবি পুলিশের মাধ্যমে ১০ টি মামলা, রুহিয়া থানায় ৬ টি মামলা, বালিয়াডাঙ্গী থানায় ১৭ টি মামলা, পীরগঞ্জ থানায় ২৮ টি মামলা, রাণীশংকৈল থানায় ১৬ টি মামলা এবং হরিপুর থানায় ১৩ টি মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, পুলিশের তালিকামতে ঠাকুরগাঁও জেলায় প্রায় সাড়ে ৫শ মাদক ব্যবসায়ী রয়েছে। পুলিশ এসব মাদক ব্যবসায়ীদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। অনেক সময় ওইসব মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালায়। এসব মাদক ব্যবসায়ীদের রুখতে ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ ব্যাপক ব্যবস্থা নিয়েছেন। এ কাজে সফল হতে অব্যাহত মাদকবিরোধী অভিযানের দাবি করেছেন ঠাকুরগাঁওবাসী। আজাহার উদ্দিন তালুখদার বলেন, এক সময় জেলায় মাদক ব্যবসায়ীদের সংখ্যা যে হারে বৃদ্ধি পেয়েছিল এতে আমরা সন্তানদের নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। গ্লোবাল কোচিং সেন্টারের শিক মহিউদ্দিন হোসাইন আশিক বলেন, আগে দিন-দুপুরে মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য বিক্রি করতে দেখা যেতো। এতে যুব সমাজ ধ্বংসের দিকে ঝুঁকে পড়েছিল। বর্তমানে পুলিশের তৎপরতায় জেলায় মাদক ব্যবসা অনেকাংশে কমে গেছে। জেলাকে মাদকমুক্ত রাখতে হলে আদালতের আইনজীবীদের সতর্ক হতে হবে উল্লেখ করে ঠাকুরগাঁওয়ে সমাজসেবক ও ভাষা সৈনিক আকবর হোসেন বলেন, অনেক সময় দেখা যায় পুলিশ মাদকসহ আসামি আটক করার পর সিনিয়র আইনজীবীর মাধ্যমে মাদক বিক্রেতারা আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আবার মাদক ব্যবসায় জরিয়ে পড়ে। আইনজীবীরা এ ব্যপারে সতর্ক হলে এমনটা আর ঘটবে না। সদর থানার ওসি মশিউর রহমান বলেন, জেলায় মাদক ব্যবসায়ীদের আটক করতে পুলিশ নাওয়া খাওয়া ভুলে দিনরাত ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে এবং মাদক ব্যসায়ীদের আটক করে আইনের আওতায় আনা হচ্ছে। এ ব্যাপারে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, মাদক ব্যবসা বন্ধে পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ীরা যে দলের হোক না কেন কোন ছাড় দেয়া হবে না। মাদকের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি। আমরা যেভাবে কাজ করছি এতে খুব শীঘ্রই ঠাকুরগাঁও জেলা মাদকমুক্ত হবে বলে আমি বিশ্বাস করি।

মন্তব্য করুন


 

Link copied