আর্কাইভ  শনিবার ● ১১ মে ২০২৪ ● ২৮ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ১১ মে ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত, এসআই হাসপাতালে       রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ডের আদেশ       ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু       তিস্তা নিয়ে ভারত-চীন প্রতিযোগিতা       ঠাকুরগাঁওয়ে উপজেলা নির্বাচনে আনারস ও মোটরসাইকেল মার্কার জয়      

 width=
 

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপনে নীলফামারীতে প্রস্তুতি সভা

মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭, দুপুর ১২:৫২

বেলা ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় জেলা প্রশাসক জাকীর হোসেন সভাপতিত্ব করেন। দেশের বর্তমান প্রেক্ষাপটে সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত অনুযায়ী বাংলা নববর্ষ ১৪২৪ বরনে পহেলা বৈশাখে নীলফামারী কালেক্টরেট স্কুল এন্ড কলেজের চম্পাতলী বৈশাখী চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী সকাল ৮টায় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় ওই চত্বরে এসে শেষ হবে। সেখানে বৈশাখী মেলা, সাংস্কৃতি উৎসব এবং পান্তা ইলিশের আয়োজন করা হবে। সেই সাথে সরকারের নির্দেশিত আলোকে বৈশাখের সকল অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করা হবে। পাশাপাশি বৈশাখী উৎসবে মুখোশপড়া থাকবেনা, মোটরসাইকেলে চালক ছাড়া দ্বিতীয় কোন ব্যাক্তি আরোহী হবেনা। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,জে,এম এরশাদ আহসান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মজিবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, সহকারী পুলিশ সুপার আলতাব হোসেন, সিভিল সার্জেন ডাঃ আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুহাঃ বেলায়েত হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, কাব সমুহ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিকগন প্রমুখ।

মন্তব্য করুন


 

Link copied