আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪ ● ৫ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল       সার্ভার ডাউন: রসিকে জন্ম নিবন্ধন নিয়ে ভোগান্তি চরমে       রংপুরে ফটোসাংবাদিক ফিরোজ চৌধুরীর একক আলোকচিত্র প্রদর্শনী       ডোমার ও ডিমলা উপজেলা নির্বাচনে ৩৫ জনের প্রার্থীতা বৈধ ॥ চেয়ারম্যান পদে ১২ জনের মধ্যে আওয়ামীলীগের ৭ জন প্রার্থী       নীলফামারীতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন      

 width=
 

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ

শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭, বিকাল ০৭:১১

শুক্রবার(৭এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে হাতীবান্ধা উপজেলার বিদ্যুৎ উপ-কেন্দ্র ঘেরাও করতে গেলে পুলিশী বাধার মুখে পড়ে বিক্ষুপ্ত এলাকাবাসী। এর আগে হাতীবান্ধা বাস টার্মিনালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে ।

মানববন্ধনে অংশ নেয়া বিদ্যুত শ্রমিকরা জানান, হাতীবান্ধা বিদ্যুতের আবাসিক প্রকৌশলী সিরাজুল ইসলামের নির্দেশে বুধবার (৫ এপ্রিল) কাছিম বাজারে বিদ্যুত লাইনের মেরামত কাজে অংশ নেন ওই এলাকার ইলেক্ট্রেশিয়ানরা। কাজ শুরুর সময় বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে দিলেও কাজ শেষ না হতেই কোন রকম সংকেত ছাড়াই বিদ্যুৎ সঞ্চালন চালু করায় ঘটনাস্থলেই কলেজ ছাত্রসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু ঘটে। মৃতরা হলেন, খোরশেদ আলম, ফেরদৌস আলম, উকিল মিয়া ও কলেজ ছাত্র মিল্টন হোসেন।

শুক্রবার বিকেলে এ ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের শাস্তিসহ আবাসিক প্রকৌশলী সিরাজুল ইসলামের অপসরণের দাবীতে মানববন্ধন করেন ইলেক্ট্রোশিয়ান ও এলাকাবাসী। ঘন্টা ব্যাপী মানববন্ধ শেষে বিদ্যুত উপ কেন্দ্র ঘেরাও করতে গেলে পথিমধ্যে দইখাওয়া মোড়ে পুলিশী বাঁধার মুখে পড়ে। অবশেষে বিক্ষুব্ধ জনতা লালমনিরহাট বুড়িমারী মহাসড় অবরোধ করেন। এ সময় এ মহাসড়কের উভয় পাশ্বে কয়েকশত যানবাহন আটকা পড়ে। অর্ধঘন্টা পরে পুলিশ তাদের আশ্বাস্থ করলে তারা অবরোধ তুলে নেয়।

ওই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোজাম্মেল হক ভুট্টু, সম্পাদক আমিনুল রহমান ডন, ইলেক্ট্রোশিয়ান সমিতি’র সভাপতি আলতাব হোসেন বাবু, সাবেক সভাপতি আবু সাঈদ মিল্টন ও সম্পাদক আজিজুল ইসলাম বাবু।

মন্তব্য করুন


 

Link copied