আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪ ● ৫ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল       সার্ভার ডাউন: রসিকে জন্ম নিবন্ধন নিয়ে ভোগান্তি চরমে       রংপুরে ফটোসাংবাদিক ফিরোজ চৌধুরীর একক আলোকচিত্র প্রদর্শনী       ডোমার ও ডিমলা উপজেলা নির্বাচনে ৩৫ জনের প্রার্থীতা বৈধ ॥ চেয়ারম্যান পদে ১২ জনের মধ্যে আওয়ামীলীগের ৭ জন প্রার্থী       নীলফামারীতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন      

 width=
 

ঢাকা থেকে অপহৃত ৩ ভাইবোন দিনাজপুরে পুলিশ হেফাজতে

শনিবার, ৩ আগস্ট ২০১৩, দুপুর ০৩:৫৩

 ঢাকা থেকে অপহৃত তিন ভাইবোন পাচারকারীদের খপ্পর থেকে কৌশলে পালিয়ে দিনাজপুরের কোতয়ালী থানা হেফাজতে আশ্রয় নিয়েছে। তবে এখনো পরিবারের কাছে ফিরে যেতে পারেনি তারা। শনিবার সকালে পুলিশ জানিয়েছে দিনাজপুরে অবস্থান করা ওই শিশুদের সৎ মাকে খবর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার শনির আখড়া জামে মসজিদ বাগানবাড়ী এলাকার বাসিন্দা তিন ভাইবোন অপহৃত হয়। এদের মধ্যে বড় ভাই আব্দুল্লাহ বারার বয়স ১১ বছর। সঙ্গে থাকা দুই বোন সাদিয়া মনির বয়স ৯ এবং সামিয়া মনির বয়স ৭ বছর। শিশুরা জানিয়েছে, তাদের বাবার নাম রাতুল শুভ এবং মায়ের নাম হামিদা আক্তার। বাবা সৌদি আরব থেকে সম্প্রতি দেশে এসেছেন। তাদের গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিবপুরে। শিশু আব্দুল্লাহ বারা জানিয়েছে, টঙ্গীর চেরাগআলী এলাকায় ফুপু বাড়িতে যাওয়ার সময় বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে অজ্ঞাতপরিচয় তিন যুবক ভয়ভীতির মুখে তাদের অপহরণ করে। পরে তাদের ট্রেনে করে দিনাজপুর নিয়ে আসার পথে শুক্রবার বিকেলে দিনাজপুর সদরের চুনিয়াপাড়া এলাকায় ওই ট্রেনের গতি কমে আসার এক সুযোগে ট্রেন থেকে লাফিয়ে নেমে পালায় তারা। এ সময় স্থানীয় লোকজনের সহায়তার স্থানীয় কোতয়ালী থানায় আশ্রয় পায় তারা। কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদা জানান, স্থানীয় চৌকিদার ওই তিন শিশুকে কোতয়ালী পুলিশ হেফাজতে এনে রেখেছে। শিশুদের বাবা-মার  হাতে তুলে দিতে সংশ্লিষ্ট থানায় খবর পাঠানো হয়েছে। কোতয়ালী থানার এএসআই লাইজু জানিয়েছেন, শিশুরা জানিয়েছে তাদের  সৎ মায়ের বাড়ি দিনাজপুরের ঈদগা বস্তি এলাকায়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী তাদের সৎ মাকে আসার জন্য জানানো হয়েছে। তিনি আরো জানান, এখনো কেউ শিশুদের খোঁজ করেনি বা নিতে আসেনি। কেউ এলে শিশুদের ইচ্ছানুযায়ী হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন


 

Link copied