রণজিত দাস ॥বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গা (এমপি) বলেছেন, এই সরকারের সকল সুযোগ-সুবিধা রংপুর মডেল কলেজে পৌঁছে দেওয়া হবে। আধুনিক শিক্ষা ব্যবস্থার সকল উপকরণ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হবে এই কলেজকে।
সোমবার রংপুর মডেল কলেজের প্রধান ফটক ও কম্পিউটার ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় প্রতিমন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষাই একটি জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে পারে। বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। এই সরকারের সেই উন্নয়নের ছোঁয়া আজ প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। এসময়য় শিক্ষার্থীদের মাদক, জঙ্গি ও সন্ত্রাসী কর্মকা- থেকে বিরত থাকার কথা জানিয়ে দেশ গঠনে সৃজনশীল চিন্তা-চেতনার বিকাশ ঘটানোর আহবান জানান তিনি।
কলেজের একাডেমিক ভবন (৪র্থ তলা) নির্মাণ কাজ সম্পন্ন, মাঠ ভরাট, শহীদ মিনার নির্মাণ, ছাত্রীনিবাস নির্মাণ, স্নাতকোত্তর কোর্স চালুসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে সকল জাতীয় ও সামাজিক-সাংস্কৃতিক দিবস উদযাপনের জন্য সকলকে এগিয়ে আসার আহবানও জানান তিনি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রতিমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট সমাজসেবি রাকিবা নাসরিন, গভর্নিং বডির সদস্য আবুল কাশেম, গোলাম মোস্তফা, আব্দুস সাত্তার, শফিকুল মেম্বার, আব্দুল গফুর, অধ্যাপক ইয়াকুব, মোজাম্মেল হক, মতিয়ার রহমান। আমন্ত্রিত অথিতি ছিলেন, মফিজুল ইসলাম, আলহাজ্ব আব্দুল লতিব গণি, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ্ব আব্দুর রাজ্জাক।
পরে নগরীর দর্শনা আলহাজ্ব নগরের বায়তুল মোকাররম আলিম মাদ্রাসা আয়োজিত নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন, সুধী-অভিভাবক সমাবেশ ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি আ.ক.ম. শাহ্ আলম ছানার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, প্রতিমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট সমাজসেবি রাকিবা নাসরিন, মাদ্রাসার অধ্যক্ষ সেকেন্দার আলী প্রমুখ।