আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ● ১৪ চৈত্র ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা      

 width=
 

বুড়িতিস্তার বুক ভিজিয়ে দিল হাজারো জনতা

মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭, দুপুর ০৩:৫৯

“বুড়ি তিস্তা বাঁচাও উলিপুর বাঁচাও” আন্দোলনের তৃতীয় দফায় ব্যতিক্রমধর্মী এ ‘প্রতীকী পানির ঢল’ কর্মসূচি স্বতঃফূর্ত ভাবে পালিত হয়।

মঙ্গলবার সকাল ১০ টায় উলিপুর প্রেসক্লাব ও রেল, নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটি আয়োজিত নির্ধারিত এ কর্মসূচি উপলক্ষে উলিপুর শহীদ মিনার চত্ত্বরে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, স্কুল, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১০ সহশ্রাধিক মানুষ সমবেত হয়। শহরের প্রধান প্রধান মোড়ে মাইকের সংযোগ থাকায় যেন গোটা শহর উৎসবের নগরীতে পরিনত হয়। সবার মুখে একই দাবী উচ্চারিত হতে থাকে ‘দখলদার নিপাত যাক,বুড়িতিস্তা রক্ষা পাক। বুড়িতিস্তা বাঁচলে উলিপুর বাঁচবে। এরপর শহীদ মিনার থেকে কলস ঘটি-বাটি, পানির বোতলে পানি নিয়ে ঈদগাহ মাঠের পাশ দিয়ে পোস্টঅফিস মোড় হয়ে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ র‌্যালী শহরের প্রধান সড়ক অতিক্রম করে গুনাইগাছ ব্রীজের পূর্বদিকে বুড়িতিস্তা নদীর তীরে পৌঁছিলে সেখানে পানি প্রবাহের দাবীতে মানুষের ঢল নামে। তারা নিজেরাই সারিবদ্ধ হয়ে ক্ষতবিক্ষিত বুড়িতিস্তা নদীর দুই তীরে অবস্থান নেয়। ‘প্রতীকী পানির ঢল’ কর্মসূচি উপলক্ষে সকাল থেকেই নদী পাড়ে তৈরি অস্থায়ী মঞ্চে উদীচী শিল্পীগোষ্ঠি গণসংগীত ও দেশাত্ববোধক গান পরিবেশন করছিল। মিছিল সকাল ১১ টার দিকে নদীর তীরে পৌঁছিলে সমাবেশ শুরু হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে সাইরেন বাজিয়ে সংকেত দিলে একযোগে ঘটি-বাটি,কলস,বোতলের পানি ঢেলে বুড়িতিস্তার বুক বিজিয়ে দেয়।

সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আমজাদ হোসেন তালুকদার, উলিপুর পৌর মেয়র তারিক আবুল আলা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী, সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ হাড়ি, সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, উলিপুর পেসক্লাবের সাবেক সভাপতি পরিমল মজুমদার, সাবেক সভাপতি তৈয়বুর রহমান, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার, কমিউনিষ্ট পার্টির নেতা দেলওয়ার হোসেন, রেল, নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটির কেন্দ্রিয় সভাপতি সায়েদুল আবেদীন ডলার, জেলা কমিটির তাজুল ইসলাম তাজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম রুবি, উপজেলা সভাপতি আপন আলমগীর, পৌর কমিটির আহবায়ক আবুল হাসানাত রাজিব প্রমূখ।

বক্তারা বুড়িতিস্তায় তিস্তা নদীর উৎসমূখে একটি স্লুইজ গেট নির্মান, নদী পূণঃখননসহ অবৈধ দখলদার উচ্ছেদ করে পানি প্রবাহ ফিরিয়ে আনার জোর দাবী জানান। অন্যথায় তারা আরো কঠোর কর্মসূচি ঘোষনা করবে বলে হুশিয়ারি উচ্চারন করেন। ইতোমধ্যে বুড়িতিস্তা রক্ষার দাবী এলাকার মানুষের সার্বজনীন দাবীতে পরিনত হয়েছে। স্বতঃফূর্ত ভাবে গত ১৩ মার্চ মানববন্ধন ও ২১ মার্চ বাই-সাইকেল র‌্যালীতে হাজার হাজার মানুষ অংশ নেন। এছাড়াও প্রতিদিন উপজেলার বিভিন্ন হাট-বাজারে বুড়িতিস্তা বাঁচাতে মিছিল-মিটিং ও পথ নাটক পরিবেশিত হচ্ছে।

উল্লেখ্য, উলিপুর ও চিলমারী উপজেলার উপর দিয়ে প্রবাহিত প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ বুড়ি তিস্তা নদীর উজানে তিস্তা নদীর প্রবেশ মুখে পানি উন্নয়ন বোর্ড অপরিকল্পিত ভাবে বাঁধ নির্মান করে বুড়িতিস্তা পানি প্রবাহ বন্ধ করে দিলে ধীরে ধীরে নদীটি মরে যেতে থাকে। এ সুযোগে এক শ্রেনির দখলদাররা অবৈধ পাকা স্থাপনা,ঘর-বাড়ি,বিপণিবিতান,কোচিং সেন্টার নির্মান করে পানি প্রবাহ বন্ধ করে দেয়। ফলে বুড়িতিস্তা নদীর স্বাভাবিক গতিপ্রবাহ বন্ধ হয়ে মরা খালে পরিনত হতে থাকে। এ অবস্থায় লাগাতার বৃষ্টি শুরু হলে ব্যাপক অঞ্চল জলমগ্ন হয়ে জনদূর্ভোগের সৃষ্টি হয়।

মন্তব্য করুন


 

Link copied