আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: ডিমলা উপজেলা নির্বাচন॥ এমপির ভাই, ভাতিজা ও ভাতিজি বউ প্রার্থী-তৃণমূলে ক্ষোভ       কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল      

 width=
 

নীলফামারীতে ডিজিটাল প্রশিক্ষন কেন্দ্রের উদ্ধোধন

বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭, দুপুর ০১:২৮

ডিজিটার সেন্টারের কম্পিউটার ল্যাব ও প্রশিক্ষন কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়েছে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়ন পরিষদে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এটির আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন। উদ্ধোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলজি এসপি-২ প্রকল্পের নীলফামারীর উপ পরিচালক এ,জে,এম এরশাদ আহসান হাবিব, কিশোরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান রশিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম মেহেদী হাসান। সভাপতিত্ব করেন পুটিমারী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন। সংশ্লিষ্টরা জানান এলাকার বেকার যুবক যুবতীদের কর্মসৃস্টির লক্ষ্যে এলজিএসপি ২- প্রকল্পের আওতায় উক্ত উপজেলা  পুটিমারী ইউনিয়ন পরিষদে ডিজিটার সেন্টারের কম্পিউটার ল্যাব ও প্রশিক্ষন কেন্দ্রটি  চার লঅখ ৫০ হাজার টাকা ব্যয়ে স্থাপন করা হয়। এখানে প্রতি ২১ দিন অন্তর অন্তর ১৪ জনকে কম্পিউটার ও অনলাইন পরিচালনার প্রশিক্ষন দেয়া হবে। এ জন্য এই প্রশিক্ষন কেন্দ্রে ১৪টি কম্পিউটার ও একটি ল্যাপটপ রাখা হয়েছে।        

মন্তব্য করুন


 

Link copied