আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার       পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ       

 width=
 

লালমনিরহাটে শ্বশুর বাড়ি সামনে থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার

শনিবার, ১৫ এপ্রিল ২০১৭, দুপুর ০৩:৪২

 নিয়াজ আহমেদ সিপন, লালমনিরহাট প্রতিনিধি। শ্বশুর বাড়ির পাশ্ব থেকে ফারুক হোসেন(২৬) নামে এক জামাইয়ের মরদেহ উদ্ধার করেছে লালমনিরহাটের কালীগঞ্জ থানা পুলিশ। শনিবার(১৫ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ উপজেলার সরিষাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠের আম গাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত জামাই ফারুক হোসেন উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী হাজিরহাট এলাকার আব্দুল কাদেরের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ৩ বছর আগে ফারুকের সাথে বিয়ে হয় একই এলাকার আমিনগঞ্জ গ্রামের আশরাফ আলীর মেয়ে আফরোজার। বিয়ের কিছু দিন পর থেকে উভয় পরিবারের মাঝে সম্পর্কের দুরুত্ব তৈরী হয়। এরই জের ধরে গত ৯ দিন আগে নিহতের স্ত্রী অভিমান করে আমিনগঞ্জে বাবার বাড়ি চলে যান। স্ত্রীর অভিমান ভাঙ্গিয়ে নিজ বাড়িতে নিয়ে আসতে শুক্রবার(১৪ এপ্রিল) সন্ধ্যায় শ্বশুর বাড়ি যান ফারুক । শনিবার রাত ১ টার দিকে শ্বশুর বাড়ির পাশে সরিষাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠের আমগাছে ঝুলে থাকা তার নগ্ন মরদেহ দেখতে পায় স্থানীয়রা।পরে স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় থানা পুলিশ। নগ্নামরদেহ গাছে ঝুললেও পা দুটি মাটিতে থাকায় স্থানীয়দের ধারনা তাকে কেউ শ্বাসরোধে হত্যা করে গাছে ঝুলে রেখেছে। ঘটনাস্থলে উপস্থিত কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রাজু আহম্মেদ জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ দিকে এটিকে হত্যাকান্ড দাবি করে নিহতের পরিবার কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন জানান, নিহতের পরিবারের অভিযোটি খতিয়ে দেখা হচ্ছে। মর্গের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (এএসপি- বি সার্কেল) হোসেন শহীদ সোহরাওয়ার্দী জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। মর্গের রিপোর্ট পেলে মৃত্যু প্রকৃত কারন জানা যাবে।

মন্তব্য করুন


 

Link copied