Today: 24 Jun 2017 - 09:34:54 am

দিনাজপুরে বয়লার বিস্ফোরণে আহত দুই শ্রমিকের মৃত্যু

Published on Wednesday, April 19, 2017 at 9:07 pm

 স্টাফ রিপোর্টার: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীগঞ্জে বয়লার ‍বিস্ফোরণে আহতদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন। তাদের রমেক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বেলা দেড়টার দিকে সুবল ঘোষের মালিকানাধীন যমুনা অটো রাইচ মিলে একটি বয়লার বিস্ফোরিত হয়। এতে সেখানে কর্মরত শ্রমিকসহ অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে ১০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রঞ্জনা (৪০) ও শরিফুল (৩৫) মারা যান।

রমেকে চিকিৎসাধীন অন্যরা হলেন মুকুল (৪৫), মুন্না (৩৪),রুস্তম (৪৫), মোকছেস (৫০), রনজিত (৫৬), আরিফুল (৩০) ও শরিফুল।

শ্রমিকরা জানান, হঠাৎ করেই বয়লার বিস্ফোরিত হওয়ার পর পুরো রাইচ মিলে আগুন ধরে যায়।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম জাহিদুল ইসলাম জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মতামত