আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ● ১৪ চৈত্র ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা       ২৯ রমজান কি অফিস খোলা?      

 width=
 

ফুরফুরে এরশাদ, চাঙ্গা জাপা

বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭, সকাল ০৯:০৫

বিএনপির আমলে করা এই মামলার রায় ঘোষণার পর তার দলেও এসেছে স্বস্তি। জাতীয় পার্টির নেতারা বলছেন, ২৫ বছর ধরে এই মামলা বয়ে বেড়াচ্ছিলেন এরশাদ। পুরো সময়টাতে দেশের সবগুলো সরকার তার মামলাটিকে অস্ত্র হিসেবে ব্যবহারের কারণে, মুক্তভাবে কাজ করতে পারেনি জাতীয় পার্টি। পাশাপাশি এ নিয়ে বিভিন্ন দল বিভিন্ন সময়ে রাজনৈতিক ফায়দা গ্রহণ করেছে। মামলা থেকে এরশাদ খালাস পাওয়ায় এ বিষয়টিও বন্ধ হবে বলেই মনে করছেন জাতীয় পার্টির সিনিয়র নেতারা।

জানতে চাইলে এরশাদের ছোটভাই, জাপার কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদের খালাসের বিষয়টি দলের নেতাকর্মীদের ওপর অবশ্যই ইতিবাচক প্রভাব ফেলবে। নেতাকর্মীদের মধ্যে তার মামলা-মোকাদ্দমা নিয়ে টেনশন থাকে। এই মামলাগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। ফলে সব সরকারের আমলে জাতীয় পার্টি রাজনীতিতে মুক্তভাবে কাজ করতে পারে না। এরশাদের মামলার কারণে বিভিন্নভাবে দলের রাজনীতি নিয়ন্ত্রিত হতো। আর যেহেতু উনিই জাতীয় পার্টির সব, সেহেতু ওনাকে নিয়ন্ত্রণ করা মানেই পার্টিকে নিয়ন্ত্রণ করা।’

জিএম কাদের আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি নিজে এবং তিনিও মনে করেন, ২৫ বছর পর বলা হচ্ছে,যে আপনি নির্দোষ। এই এতগুলো বছর ওনাকে আদালতের দরজায় যেতে হয়েছে। টেনশনে থাকতে হয়েছে। উকিল দিতে হয়েছে। এটা আমাদের দেশের জন্য খুব দুর্ভাগ্যজনক। এখন নির্দোষ প্রমাণিত হওয়ায় বুঝা যাচ্ছে, কিছু লোক তাকে রাজনৈতিকভাবে হ্যারাজমেন্ট করার জন্য মামলা দিয়েছিল। নেতাকর্মীরা  মনে করছেন, তিনি এখন মুক্তভাবে কাজ করতে পারবেন।’

নাম প্রকাশ না করার শর্তে এরশাদের একজন পারিবারিক সদস্য বলেন, ‘২৫ বছর ধরে মামলা চলছে। নিম্ন আদালতে তাকে খালাস দেওয়া হয়েছে। ডেফিনেটলি আমরা সবাই খুশি হয়েছি। দলের সবাই খুশি হয়েছেন। কারণ, মামলাটা ওনার জন্য একট বড় বাধা ছিল। এ মামলা ওনার শরীর-স্বাস্থ্য ও মনের ওপর  প্রভাব ফেলছিল।’

যোগাযোগ করলে হুসেইন মুহম্মদ এরশাদ এ প্রতিবেদককে বলেন, ‘স্যরি, এ নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।’

বুধবার (১৯ এপ্রিল) বিকালে রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতির মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ তিনজনকে খালাস দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লাহ এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষ গুরুত্বপূর্ণ নথি ও সাক্ষী হাজিরে ব্যর্থ হয়েছে বলে রায় ঘোষণাকালে জানিয়েছেন আদালত।

রায়ের প্রতিক্রিয়ায় এরশাদের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম বলেন, ‘এই মামলাটি ছিল রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। এরশাদের বিরুদ্ধে মামলা দায়ের ও চার্জশিট দাখিল থেকে শুরু করে সবকিছুই মিথ্যা প্রমাণিত হয়েছে। আমরা আদালতে এসে ন্যয়ব্চিার পেয়েছি ।’

জাপার একাধিক সূত্র জানায়, হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা চলছে। এর মধ্যে মঞ্জুর হত্যাকাণ্ড ও রাষ্ট্র ক্ষমতা থেকে পতনের আগে বাসায় নগদ অর্থ রাখা সংক্রান্ত একটি মামলা চলছে। বর্তমান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নব্বইয়ের দশকে রাষ্ট্রদ্রোহের  একটি মামলা করেছিলেন এরশাদের বিরুদ্ধে। যদিও ওই মামলায় এখনও চার্জশিট গঠন হয়নি। বাসায় টাকা রাখা সংক্রান্ত মামলার রায় আগামী ৯ মে  ঘোষণা হতে পারে বলে জানান জিএম কাদের।

মন্তব্য করুন


 

Link copied