Today: 26 Jun 2017 - 04:30:24 am

ট্রাক চাপায় বউ-শাশুড়ি নিহত

Published on Thursday, April 20, 2017 at 4:13 pm

নাটোর: নাটোরের বড়াইগ্রামে ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ায় পুত্রবধূ ও শাশুড়ির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের কারবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার কাচুটিয়া গ্রামের ইমরান আলীর স্ত্রী নাজমা বেগম (৩০) ও তার শাশুড়ি ছাবুল্লা উদ্দিনের স্ত্রী সাজেদা বেগম।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুর নুর ও স্থানীয়রা জানান, নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার কারবালা এলাকায় সড়কের পাশে ছাগলকে ঘাস খাওয়াচ্ছিলেন পুত্রবধূ নাজমা বেগম ও শাশুড়ি সাজেদা বেগম। এ সময় নাটোরগামী মালবোঝাই একটি ট্রাকের সামনের চাকা ফেটে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নাজমা বেগম ও সাজেদা বেগমের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও তার সহকারীকে আটক করতে পারেনি।

মতামত