Today: 24 Jun 2017 - 09:23:21 am

শান্তি ও উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই- দিনাজপুরে নাসিম

Published on Thursday, April 20, 2017 at 6:27 pm

শাহ্ আলম শাহী, স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন,আবারও শেখ হাসিনা সরকার যদি না আসে, তবে দেখবেন আবারও এই জঙ্গির উস্খান হয়েছে। ৬৮ জেলায় এক সঙ্গে বোমা হামলা হয়েছে। যদি শান্তি চান, উন্নয়ন চান,তবে শেখ হাসিনার বিকল্প হতে পারেনা। আওয়ামীলীগের বিকল্প কিছু হতে পারেনা।

তিনি আজ বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক নাম এবং আইসিইউ এর কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় আরও বক্তব্য রাখেন,জাতীয় সংসদের চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি,হুইপ ইকবালুর রহিম এমপি,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা.আবুল কালাম আজাদ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা, মো, সারওয়ার জাহান,দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম প্রমূখ।

মতামত