আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪ ● ৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: রংপুরের আলু যাচ্ছে এশিয়ার বিভিন্ন দেশে       গ্রাহকের ৫০ লাখ টাকা নিয়ে উধাও পোস্টমাস্টার!       চার ঘণ্টা পর উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক       ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন       রংপুরে মিস্টি ও সেমাই কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা      

 width=
 

ডিমলায় স্ত্রীর বিবাহ বিচ্ছেদে জামাতা কর্তৃক শ্বশুড় লাঞ্চিত

শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭, দুপুর ০৪:৫৮

স্ত্রী কর্তৃক বিয়ে বিচ্ছেদ ঘটিয়ে অন্যত্র বিয়ে করার ঘটনা সহ্য করতে না পেরে ক্ষিপ্ত হয়ে জামাতা আতাউল ইসলাম তার শ্বশুড় মজিবর রহমানকে(৬০) আটকিয়ে মাথার চুল কেটে দিয়ে লাঞ্চিত করেছে। গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে নীলফামারীর ডিমলা উপজেলার খগারহাট নামকস্থানে। এ ঘটনায় আজ শুক্রবার দুপুরে মজিবর রহমান ডিমলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। জানা যায়, আট বছর আগে একই উপজেলার বালাপাড়া গ্রামের  ছকিনা বেগমের সঙ্গে পাশ্ববর্তী বন্দর খড়িবাড়ী গ্রামের আতাউল ইসলামের বিয়ে হয়। গত দুই মাস পুর্বে ছকিনা বেগম পারিবারিক কলহে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে আসে। এরপর স্বামীর সঙ্গে বিয়ে বিচ্ছেদ ঘটিয়ে চুপিসারে অন্যত্র বিয়ে করেন। এ ঘটনাটি জানতে পেরে আতাউল ইসলাম ক্ষিপ্ত হয়ে উঠে। ঘটনার দিন বৃহস্পতিবার রাত ৯টার দিকে ছকিনার বাবা মজিবর রহমান খগারহাটের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। শ্বশুড়কে দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠে আতাউল ইসলাম। মজিবর রহমান বলেন, আমাকে চায়ের দোকান হতে অন্যায়ভাবে  টেনে হেচরে আতউর তার বাড়ীতে নিয়ে যায়। সেখানে আমার হাত পা বেধে ব্লেড দিয়ে মাথার অর্ধেক চুল ন্যাড়া করে দেয়। এরপর মুখে কালি লাগিয়ে দিয়ে জুতার মালা পড়িয়ে গ্রামে ঘুরাতে থাকে। খবর পেয়ে বালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুঁইয়া এসে রাত ১১টায় আমাকে উদ্ধার করে নিয়ে যায়। ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া বলেন, তাৎক্ষনিকভাবে থানায় খবর দিলে পুলিশ আসার আগে ঘটনাকারীরা পালিয়ে যায়। ডিমলা থানার ওসি (তদন্ত) মফিজ উদ্দিন শেখ বলেন, বিষয়টি জানার পর রাতে ঘটনাস্থলে গিয়ে মজিবর রহমানকে ইউপি সদস্যসের সাথে বাড়ীতে পাঠিয়ে দেয়া হয়। শুক্রবার এ  ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

মন্তব্য করুন


 

Link copied