Today: 29 Jun 2017 - 02:58:59 pm

রণবীরের সঙ্গে কে এই লাস্যময়ী?

Published on Wednesday, May 17, 2017 at 4:24 pm

 ডেস্ক: এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠভাবে সময় কাটাচ্ছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর!

কখনও বিছানায় শুয়ে রয়েছেন সেই নারী। তাকে ছেড়ে উঠে যেতে গিয়েও থমকে যাচ্ছেন নায়ক। কখনও বা তাকে জড়িয়ে ধরেছেন। এমনই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

কিন্তু কে এই লাস্যময়ী? রণবীরের নতুন প্রেমিকা? নাকি কোনো ছবির শুটিং?

শুটিংই বটে। তবে কোনো ছবির নয়। একটি বিজ্ঞাপনের শুটিংয়ে এভাবেই ধরা দিলেন রণবীর। তার সঙ্গে রয়েছেন এক মডেল।

তবে তার পরিচয় জানার আগেই ছবিটা নিয়ে নতুন গসিপ শুরু হয়েছিল ইন্ডাস্ট্রিতে।

এসব ঘনিষ্ঠ ছবি রণবীর কাপুর নিজেই মাইক্রোব্লগিং সাইট টুইটারে শেয়ার করেছেন।

সম্প্রতি নাকি মা নীতু কাপুরের সঙ্গে লন্ডন গিয়েছিলেন রণবীর। ইন্ডাস্ট্রির একটা বড় অংশের জল্পনা, হবু বউমা পছন্দ করতেই নাকি ছেলেকে নিয়ে লন্ডন গিয়েছিলেন নীতু। সত্যিই কি তাই? না!

এ বিষয়ে ৩৪ বছর বয়সী রণবীরের মুখে কুলুপ। তবে মুখ খুলেছেন তার কাকা রণধীর কাপুর।

তার দাবি, এসব গুজব। কেন এত তাড়াতাড়ি রণবীর বিয়ে করতে যাবে?

প্রসঙ্গত, মুন্না ভাইখ্যাত অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন রণবীর। ১৪ জুলাই মুক্তি পাবে ক্যাটরিনা কাইফের সঙ্গে করা নতুন সিনেমা 'জাগ্গা জাসুস'।

মতামত